ঢাকা: প্রখ্যাত সাংবাদিক ও কলামিস্ট জগলুল আহমেদ চৌধূরীর দাফন সোমবার সম্পন্ন হবে। এর আগে তার প্রথম জানাজা সোমবার বাদ জোহর বনানী জামে মসজিদে অনুষ্ঠিত হবে। এরপর বাদ আসর জাতীয় প্রেস ক্লাবে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।
জগলুল আহমেদের ছেলে নাবির আহমেদ চৌধুরী সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
সাংবাদিক জগলুল আহমেদ চৌধূরী শনিবার রাতে রাজধানীর কারওয়ানবাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। তিনি হবিগঞ্জের মাধবপুর উপজেলার পিয়াম গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
জগলুল আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর করেন। নিউ ইয়র্ক টাইমসের বাংলাদেশ প্রতিনিধি হিসেবে কাজ করেন তিনি।
জাতীয় প্রেস ক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্থায়ী সদস্যসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন জগলুল আহমেদ। ১৯৮৮-৮৯ সালে অবিভক্ত বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহকারী মহাসচিব ছিলেন তিনি। পেশাগত জীবনে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাবেক প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান