ঢাকা : জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার লিভ টু আপিল আদেশ খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ।
রোববার প্রধান বিচারপতি মো.মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বিভাগ এ আপিল খারিজ করেন। আজ এ মামলার লিভ টু আপিলের আদেশের দিন ধার্য ছিল।
এর আগে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় হাইকোর্টের আদেশ চ্যালেঞ্জ করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দায়ের করা দুটি লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) খারিজ করে দিয়েছেন একই আপিল বিভাগ।
আজ খালেদা জিয়ার পক্ষে আদালতে উপস্থিত ছিলেন এডভোকেট খন্দকার মাহবুব হোসেন, এডভোকেট জয়নুল আবেদীন, ব্যারিস্টার বদরুদোজ্জা বাদল, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার এহসানুর রহমান প্রমুখ।
অন্যদিকে দুদকের পক্ষে উপস্থিত ছিলেন এডভোকেট খুরশিদ আলম সরকার। আর রাষ্ট্রপক্ষে ছিলেন এটর্নি জেনারেল মাহবুবে আলম।
এদিকে আদালত থেকে বেরিয়ে দুদকের আইনজীবী খুরশিদ আলম বলেন, আজকে লিভ টু আপিল খারিজ হওয়ায় নিম্ম আদালতে এ মামলার কার্যক্রম চলতে আর কোনো বাধা নেই।
অন্যদিকে খালেদা জিয়ার আইনজীবী এডভোকেট জয়নুল আবেদীন বলেন, আমরা সর্বোচ্চ আদালতে বিচার পেলাম না। এতে আমরা হতাশ হয়েছি। তবে এই মামলার বিচার বিষয়ে আমাদের অনাস্থা আবেদন উচ্চ আদালতে পেন্ডিং রয়েছে। তাই এ মামলা চলতে আইনগত বাধা রয়েছে।
প্রসঙ্গত, এ মামলায় ২০১২ সালের ১৬ জানুয়ারি চার্জশিট দাখিল করা হয় আদালতে। আর চার্জ গঠন করা হয় এ বছরের ১৯ মার্চ। পরে ওই চার্জ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে গত ২৩ এপ্রিল হাইকোর্টে রিট করেন বেগম জিয়া।
পরবর্তীতে হাইকোর্ট ওই রিট খারিজ করে দিলে গত ৬ জুলাই লি টু আপিল দায়ের করেন খালেদা জিয়া।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান