ডেস্ক : পশ্চিম আফ্রিকায় ইবোলা ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃতের সংখ্যা প্রায় ৭ হাজার হয়েছে। শনিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিওএইচও) এ তথ্য জানিয়েছে।
৬ হাজার ৯২৮ জন ইতিমধ্যেই মৃত্যুবরণ করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গত বুধবারের প্রকাশিত রিপোর্টে যে মৃত্যুর তালিকা দেয়া হয়েছিল তা থেকে শনিবার প্রকাশিত প্রতিবেদনে দেখা যাচ্ছে, এই দুই দিনেই আরো ১ হাজার ২০০ জন লোক মারা গেছে।
তবে আকস্মিকভাবে মানুষের মৃত্যুর সংখ্যা এতো বেড়ে যাওয়ার কারণ ব্যাখ্যা করেনি জাতিসংঘের এই স্বাস্থ্য সংস্থাটি। স্বাস্থ্য সংস্থাটির অয়েবসাইটে এই তথ্য প্রকাশ করেছে।
সূত্র : রয়টার্স
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান