লালমনিরহাট : ৭ম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষকের নামে লালমনিরহাটের আদিতমারী থানায় মামলা দায়ের ও ধর্ষক শিক্ষকের বিচারের দাবিতে পরীক্ষা বর্জন করেছে শিক্ষার্থীরা।
শনিবার সকাল ১০ টার পরীক্ষা বর্জন করেছে আদিতমারী উপজেলার মহিষখোচা বহুমূখী উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা।
থানা পুলিশ ও শিক্ষার্থীরা সাংবাদিকদের জানান, উপজেলার মহিষখোচা বহুমূখী উচ্চ বিদ্যালয় ও কলেজের স্কুল শাখার ৭ম শ্রেণীর এক ছাত্রীকে দীর্ঘদিন যাবত তার বাড়িতে গিয়ে প্রাইভেট পড়াতেন ওই স্কুলের সহকারী শিক্ষক রেজাউল ইসলাম মানিক (৩৫)। পড়াতে গিয়ে ছাত্রীর বাড়ীতে কেউ না থাকার সুযোগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় জোরপূর্বক ধর্ষণ করেন রেজাউল ইসলাম।
ওই ছাত্রীর ধর্ষণের ঘটনাটি তার দাদীকে জানালে দাদী ছাত্রীর বাবা এবং পরিবারের লোকজনকে বিষয়টি অবগত করে। এক পর্যায়ে ঘটনাটি এলাকায় জানাজানি হলে জেলাজুড়ে তোলপাড় শুরু হয়।
ঘটনার পরদিন শুক্রবার সারাদিন স্থানীয় মাতব্বরদের মাধ্যমে গোপনে আপোষ মীমাংসার চেষ্টা চলে।
অবশেষে শুক্রবার রাতে ওই ছাত্রীর বড় বোন আকলিমা আক্তার বাদী হয়ে ধর্ষক শিক্ষক রেজাউল ইসলাম মানিকের বিরুদ্ধে আদিতমারী থানায় একটি ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন।
এ দিকে বিষয়টি প্রতিষ্ঠানে জানাজানি হলে শনিবার সকাল ১০ টায় ওই প্রতিষ্ঠানের কলেজ শাখার চলমান উচ্চ মাধ্যমিক নির্বাচনী ও প্রথম বর্ষের মডেল টেস্ট পরীক্ষা বর্জন করে শিক্ষার্থীরা। তারা ধর্ষক শিক্ষকের বিচার দাবি করেন।
ওই শিক্ষক গ্রেফতার না হওয়া পর্যন্ত সকল ক্লাস ও পরীক্ষা বর্জন করার ঘোষণা দিয়ে প্রতিষ্ঠানের বিভিন্ন স্থানে পোস্টার লাগিয়েছে শিক্ষার্থীরা।
মহিষখোচা বহুমূখী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ শরওয়ার আলম সাংবাদিকদের জানান, গত রাতে (শুক্রবার) ওই ছাত্রীর বাবা মোবাইল ফোনে বিষয়টি অবগত করেন। তিনি আরোও জানান, যদি আমার সহকারী শিক্ষক প্রকৃত অপরাধী হয় তা হলে তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। উদ্ভূত পরিস্থিতির কারণে পরীক্ষা স্থগিত করা হয়েছে বলেও জানান তিনি।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কফিল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মামলা হয়েছে, ধর্ষিতাকে পরীক্ষা করার জন্য লালমনিরহাট সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে ধর্ষক ওই শিক্ষককে গ্রেফতারের চেষ্টা অব্যহত রয়েছে।