ঢাকা : জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) সিএনসিআরপি প্রকল্পের উদ্যোগে আয়োজিত ভূমিকম্প বিষয়ক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হলো দশটি চলচ্চিত্র।
শনিবার বিকেলে ঢাকার পাবলিক লাইব্রেরি শওকত ওসমান মিলনায়তনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশে জাইকার প্রধান প্রতিনিধি মিকিও হাতায়েদো।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন; জাইকার কমিউনিকেশন স্পেশালিস্ট ইরিকো কোবাইসি চলচ্চিত্র নির্মাতা দিলদার হোসেন, নারগিস আক্তার, জাহিদ হোসেন ও মোহাম্মদ হোসেন জেমী। পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র গুলো ইমারজেন্সী এক্সজিট, ৫.৮, জার্ক অব ডার্ক, সারভাইভ, ইন টাইম, আর্থকোয়াক, উই মেক সারভাইভ, স্টুপিডিটি অব আর্থকোয়াক, ইউ মাস্ট নিড টু নো ও আ্যওয়ারনেস।
জাইকার প্রধান প্রতিনিধি মিকিও হাতায়েদো জানান, বাংলাদেশের মানুষকে ভূমিকম্প সচেতন করতেই এ উৎসবের আয়োজন। ভবিষ্যতে সারাদেশে ভূমিকম্প সচেতনতামূলক এ ধরনের উৎসব আয়োজন করা হবে।
উল্লেখ্য, উৎসবকে কেন্দ্র করে ভূমিকম্প সচেতনতা বিষয়ক ১ মিনিট থেকে শুরু করে সর্বোচ্চ ৭ মিনিট ব্যাপ্তির মোট ২০ টি স্বল্পদৈর্ঘ্যরে চলচ্চিত্র জমা পড়ে। সেখান থেকে জুরি বোর্ড ১০ টি চলচ্চিত্রকে প্রদর্শন ও পুরস্কারের জন্য মনোনীত করে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান