ঢাকা : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম জনগণের দোড় গোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন।
শনিবার মিরপুর শিশু স্বাস্থ্য ফাউন্ডেশনের আনোয়ারা খান মেমোরিয়াল সম্মেলন কক্ষে শিশু বন্ধু স্বর্ণপদক ও ডা. এম আর খান এ আনোয়ারা ট্রাস্ট স্বর্ণপদক-২০১৪ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।
মোহাম্মদ নাসিম বলেন, জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা সরকারের একার পক্ষে সম্ভব নয়। তাই সাধারণ জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে দেশের বিত্তবানদের এগিয়ে আসতে হবে।
তিনি বলেন, পৃথিবীর কোন দেশের সরকার জনগণের স্বাস্থ্য সবার ক্ষেত্রে এককভাবে কাজ করতে পারে না। সমাজের বিত্তবানদের সহযোগিতার প্রয়োজন পরে। তাই আমি সমাজের বিত্তবানদের আহবান জানাবো সবাই সরকারকে সহযোগিতা করুন। আমি বেসরকারি উদ্যোক্তাদের সহযোগিতা চাই।
তিনি আরো বলেন, ‘বিত্তবানদের অনেকেই একের পর এক গার্মেন্টস ও হোটেলসহ নানা স্থাপনা নির্মাণ করে যাচ্ছেন। আমি তাদের বলবো এই সকল শিল্পপ্রতিষ্ঠনের পাশাপাশি বড় হাসপাতাল নির্মাণ করুন এবং সেখানে গরীব রোগীদের কম খরচে সেবাদান করুন।’
জাতীয় অধ্যাপক ডা. এম আর খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
স্বাস্থ্য সচিব সৈয়দ মনঞ্জরুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মো. নুরুল হক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত প্রমুখ।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান