ডেস্ক : ভূটানের কিংস কাপের সেমিফাইনালে নেপালের মানাং মারসিয়াদিংকে ২-১ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাব।
নির্ধারিত ৯০ মিনিটের খেলার ফলাফল ১-১ থাকলেও অতিরিক্ত সময়ের গোলে জয় নিশ্চিত করে শেখ জামাল।
ম্যাচের শুরু থেকে তুলনামূলক ভাল খেললেও ৫৫ মিনিটের মাথায় গোল খেয়ে বসে শেখ জামাল।
পরে ম্যাচের ৮৪ মিনিটে কাউন্টার এটাকে গোল করে শেখ জামালকে ম্যাচে ফেরান সাখাওয়াত হোসেন রনি। নির্ধারিত সময়ে আর গোল করতে পারেনি কোনো দল।
এরপর অতিরিক্ত সময়ের প্রথম মিনিটেই দারুণ এক গোল করে দলের জয় নিশ্চিত করেন শেখ জামালের বিদেশি খেলোয়াড় ল্যান্ডিং।
তবে গোলের ব্যবধান আরো বাড়ত যদি না এমএমসি গোলরক্ষক বারপোস্টের সামনে চীনের প্রাচীর হয়ে না দাঁড়াতেন।
দুর্দান্ত সেভ করে নিশ্চিত ৬টি গোল বাঁচিয়ে দেন তিনি।
রোববার ২য় সেমিফাইনালে কলকাতা মোহনবাগান ও পুনে এফসির জয়ী দলের সাথে ফাইনাল খেলবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান