ঢাকা : যশোর-৫ আসনের আওয়ামী লীগের সাবেক এমপি খান টিপু সুলতান ও তার অনুসারীদের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ এনে যশোর কোতয়ালী থানায় নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন নিহত ডা. শামারুখ মাহজাবীনের বাবা প্রকৌশলী নুরুল ইসলাম।
শনিবার যশোর কোতয়ালী থানায় এই জিডি করেন তিনি। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক তথ্যটি নিশ্চিত করেছেন। জিডি নম্বর ১৪৫৪, ২৯ নভেম্বর ২০১৪।
জিডিতে প্রকৌশলী নুরুল ইসলাম উল্লেখ করেছেন, শামারুখ হত্যার ঘটনায় ধানমন্ডি থানায় একটি মামলা করা হয়। এ মামলার আসামি খান টিপু সুলতান, তার স্ত্রী ডা. জেসমিন আরা বেগম ও তার ছেলে হুমায়ুন সুলতান সাদাব মামলা করার পর তার ও তার ছেলে শাহানুর শরীফকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। যেকোন মুহুর্তে তাদের জীবননাশ ঘটতে পারে বলে আশংকা করছেন তারা।
নুরুল ইসলাম বলেন, ‘টিপু সুলতানের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করায় তার লোকজন আমাকে হত্যার হুমকি দিচ্ছে। মামলা তুলে নেয়ার জন্য বিভিন্নভাবে ভয়ভীতি দেখাচ্ছে। আমি পরিবার পরিজন নিয়ে শঙ্কিত। যেকোনো সময় তারা আমার ও আমার পরিবারের সদস্যদের উপর হামলা চালাতে পারে। তাই থানায় জিডি করেছি।’
প্রসঙ্গত, গত ১৩ নভেম্বর ধানমন্ডির ৬ নম্বর রোডের ১৪ নম্বর আওয়ামী লীগের সাবেক এমপি খান টিপু সুলতানের বাসার বাথরুম থেকে তার পরিবারের লোকজন পুত্রবধূ ডা. মাহজাবীনকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। টিপু সুলতানের দাবি তার পুত্রবধূ আত্মহত্যা করেছেন। কিন্তু মাহজাবীনের পরিবার এই দাবি প্রত্যাখান করেছেন। এটাকে তারা পরিকল্পিত হত্যাকাণ্ড বলে থানায় মামলা দায়ের করেন।
এদিকে ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ করা হয়েছে ডা. মাহজাবীন আত্মহত্যা করেছে। নুরুল ইসলাম এ রিপোর্টের বিরুদ্ধে আদালতে আপিল করায়, আদালত ১৮ ডিসেম্ভরের মধ্যে লাশ উত্তোলন করে নতুনভাবে ময়নাতদন্তের নির্দেশ দিয়েছেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান