অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বগুড়ায় লেখক চক্র পুরস্কার পাচ্ছেন এবার ৬ জন Logo রংপুর বিভাগীয় পর্যায়ে হাতের লেখা প্রতিযোগীতায় ১ম স্থান লালমনিরহাটের শিবরাম!  Logo পাটগ্রাম  উপজেলা পরিষদের  পক্ষ থেকে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে  বাইসাইকেল বিতরণ Logo মেয়েকে হত্যা করে মায়ের আত্মহত্যা মরদেহের পাশ থেকে চিরকুট উদ্ধার Logo বগুড়ায় মাকে হত্যার দায়ে ছেলে সাদ ৩ দিনের রিমান্ডে Logo জমা টাকার বদলে হুমকি অভিযোগের ৭দিন পরেও ব্যবস্থা নেয়নি সমবায় দপ্তর Logo জোয়ারসাহারায় বিআরটিএ এর ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা কেন্দ্র পরিদর্শন বিপ্লবী ছাত্র জনতার Logo লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ শ্রমিক নিহত Logo সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো নেশা তুহিনের Logo ৭ই নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত।

প্রাণনাশের শঙ্কায় ডা. মাহজাবীনের বাবা, থানায় জিডি

ঢাকা : যশোর-৫ আসনের আওয়ামী লীগের সাবেক এমপি খান টিপু সুলতান ও তার অনুসারীদের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ এনে যশোর কোতয়ালী থানায় নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন নিহত ডা. শামারুখ মাহজাবীনের বাবা প্রকৌশলী নুরুল ইসলাম।

শনিবার যশোর কোতয়ালী থানায় এই জিডি করেন তিনি। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক তথ্যটি নিশ্চিত করেছেন। জিডি নম্বর ১৪৫৪, ২৯ নভেম্বর ২০১৪।

জিডিতে প্রকৌশলী নুরুল ইসলাম উল্লেখ করেছেন, শামারুখ হত্যার ঘটনায় ধানমন্ডি থানায় একটি মামলা করা হয়। এ মামলার আসামি খান টিপু সুলতান, তার স্ত্রী ডা. জেসমিন আরা বেগম ও তার ছেলে হুমায়ুন সুলতান সাদাব মামলা করার পর তার ও তার ছেলে শাহানুর শরীফকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। যেকোন মুহুর্তে তাদের জীবননাশ ঘটতে পারে বলে আশংকা করছেন তারা।

নুরুল ইসলাম বলেন, ‘টিপু সুলতানের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করায় তার লোকজন আমাকে হত্যার হুমকি দিচ্ছে। মামলা তুলে নেয়ার জন্য বিভিন্নভাবে ভয়ভীতি দেখাচ্ছে। আমি পরিবার পরিজন নিয়ে শঙ্কিত। যেকোনো সময় তারা আমার ও আমার পরিবারের সদস্যদের উপর হামলা চালাতে পারে। তাই থানায় জিডি করেছি।’

প্রসঙ্গত, গত ১৩ নভেম্বর ধানমন্ডির ৬ নম্বর রোডের ১৪ নম্বর আওয়ামী লীগের সাবেক এমপি খান টিপু সুলতানের বাসার বাথরুম থেকে তার পরিবারের লোকজন পুত্রবধূ ডা. মাহজাবীনকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। টিপু সুলতানের দাবি তার পুত্রবধূ আত্মহত্যা করেছেন। কিন্তু মাহজাবীনের পরিবার এই দাবি প্রত্যাখান করেছেন। এটাকে তারা পরিকল্পিত হত্যাকাণ্ড বলে থানায় মামলা দায়ের করেন।

এদিকে ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ করা হয়েছে ডা. মাহজাবীন আত্মহত্যা করেছে। নুরুল ইসলাম এ রিপোর্টের বিরুদ্ধে আদালতে আপিল করায়, আদালত ১৮ ডিসেম্ভরের মধ্যে লাশ উত্তোলন করে নতুনভাবে ময়নাতদন্তের নির্দেশ দিয়েছেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

বগুড়ায় লেখক চক্র পুরস্কার পাচ্ছেন এবার ৬ জন

প্রাণনাশের শঙ্কায় ডা. মাহজাবীনের বাবা, থানায় জিডি

আপডেট টাইম : ০৪:১৪:০২ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০১৪

ঢাকা : যশোর-৫ আসনের আওয়ামী লীগের সাবেক এমপি খান টিপু সুলতান ও তার অনুসারীদের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ এনে যশোর কোতয়ালী থানায় নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন নিহত ডা. শামারুখ মাহজাবীনের বাবা প্রকৌশলী নুরুল ইসলাম।

শনিবার যশোর কোতয়ালী থানায় এই জিডি করেন তিনি। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক তথ্যটি নিশ্চিত করেছেন। জিডি নম্বর ১৪৫৪, ২৯ নভেম্বর ২০১৪।

জিডিতে প্রকৌশলী নুরুল ইসলাম উল্লেখ করেছেন, শামারুখ হত্যার ঘটনায় ধানমন্ডি থানায় একটি মামলা করা হয়। এ মামলার আসামি খান টিপু সুলতান, তার স্ত্রী ডা. জেসমিন আরা বেগম ও তার ছেলে হুমায়ুন সুলতান সাদাব মামলা করার পর তার ও তার ছেলে শাহানুর শরীফকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। যেকোন মুহুর্তে তাদের জীবননাশ ঘটতে পারে বলে আশংকা করছেন তারা।

নুরুল ইসলাম বলেন, ‘টিপু সুলতানের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করায় তার লোকজন আমাকে হত্যার হুমকি দিচ্ছে। মামলা তুলে নেয়ার জন্য বিভিন্নভাবে ভয়ভীতি দেখাচ্ছে। আমি পরিবার পরিজন নিয়ে শঙ্কিত। যেকোনো সময় তারা আমার ও আমার পরিবারের সদস্যদের উপর হামলা চালাতে পারে। তাই থানায় জিডি করেছি।’

প্রসঙ্গত, গত ১৩ নভেম্বর ধানমন্ডির ৬ নম্বর রোডের ১৪ নম্বর আওয়ামী লীগের সাবেক এমপি খান টিপু সুলতানের বাসার বাথরুম থেকে তার পরিবারের লোকজন পুত্রবধূ ডা. মাহজাবীনকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। টিপু সুলতানের দাবি তার পুত্রবধূ আত্মহত্যা করেছেন। কিন্তু মাহজাবীনের পরিবার এই দাবি প্রত্যাখান করেছেন। এটাকে তারা পরিকল্পিত হত্যাকাণ্ড বলে থানায় মামলা দায়ের করেন।

এদিকে ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ করা হয়েছে ডা. মাহজাবীন আত্মহত্যা করেছে। নুরুল ইসলাম এ রিপোর্টের বিরুদ্ধে আদালতে আপিল করায়, আদালত ১৮ ডিসেম্ভরের মধ্যে লাশ উত্তোলন করে নতুনভাবে ময়নাতদন্তের নির্দেশ দিয়েছেন।