স্টাফ রিপোর্টার ঃ বরেণ্য রাজনীতিক, সাংবাদিক ও সাবেকমন্ত্রী জননেতা আনোয়ার জাহিদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ন্যাপ আয়োজিত স্মরণ সভায় নেতৃবৃন্দ বলেছেন, দেশে এখন গণতন্ত্রের নামে ফ্যাসীবাদ আর শাসনের নামে অপশাসন চলছে। সেই সংগে চলছে গণতন্ত্র ধ্বংস ও গণমাধ্যমের স্বাধীনতা হরনের মহোৎসব। চলমান গণতান্ত্রিক আন্দোলনে জননেতা আনোয়ার জাহিদ আমাদের প্রেরনার উৎস। সাম্রাজ্যবাদ বিরোধী সংগ্রাম ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আনোয়ার জাহিদের জীবন অনুপ্রেরনার উৎস। তিনি আছেন এবং থাকবেন। কেউ তাকে মুছে ফেলতে পরবে না। যতদিন মানুষের গণতান্ত্রিক সংগ্রাম চলবে ততদিন তিনি বেঁচে থাকবেন।
গতকাল মঙ্গলবার দুপুরে নয়াপল্টনস্থ যাদু মিয়া মিলনায়তনে জননেতা আনোয়ার জাহিদের ৬ষ্ট মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ আয়োজিত স্মরণ সভায় ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া‘র সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহন করেন এলডিপি সিনিয়র যুগ্ম মহাসচিব সাহাদাত হোসেন সেলিম, কল্যাণ পার্টি ভারপ্রাপ্ত মহাসচিব এম.এম. আমিনুর রহমান, ন্যাপ যুগ্ম মহাসচিব সৈয়দ শাহজাহান সাজু, স্বপন কুমার সাহা, প্রচার সম্পাদক মোঃ শহীদুননবী ডাবলু, সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল ভুইয়া, নগর সহ-সভাপতি মোঃ আনোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক মোঃ শামিম ভুইয়া প্রমুখ।
সভাপতির বক্তব্যে এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেন, আজ যখন বাংলাদেশ ধীরে ধীরে সার্বভৌমত্ব হারাতে বসেছে, ট্রানজিট-কড়িডোর ও সমুদ্রবন্দর সুবিধা প্রদানসহ প্রতিবেশীদের উপর যেভাবে নির্ভরশীলতা বাড়ছে, গণমাধ্যমের স্বাধীনতা হরণের ষড়যন্ত্র চলছে। এ অবস্থায় দেশের ভবিষ্যত নিয়ে দেশবাসী শংকিত। এই পরিস্থিতিতে দেশ বাঁচাতে বর্তমান রাজনীতিকদের আনোয়ার জাহিদের আদর্শকে ধারণ করতে হবে। তিনি বলেন, শুধু নির্বাচিত হলেই একটি সরকার গণতান্ত্রিক হয় না। নির্বাচিত সরকার যখন জনগনের বিরুদ্ধে অবস্থান গ্রহন করে তখন তারাও স্বৈরাচারে পরিনত হয়। যখনই গণতন্ত্র হুমকির মুখে পড়েছে তখনই আনোয়ার জাহিদের প্রয়োজনীয়তা জাতি উপলব্ধি করে। সাহাদাত হোসেন সেলিম বলেন, আজ সমৃদ্ধ বাংলাদেশ গড়তে অতিত থেকে শিক্ষা গ্রহন করতে হবে। বাংলার স্বাধীনতা-সার্বভৌমত্ব আজ হুমকির মুখে। নির্বাচন আর ভোট হলেই গণতন্ত্র হয় না। ভোটারবিহীন নির্বাচন দিয়ে গনতন্ত্র প্রতিষ্ঠিত হয় না। আনোয়ার জাহিদকে বাদ দিয়ে সাম্্রাজ্যবাদ বিরোধী লড়াই ও বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাস রচনা সম্ভব নয়। গণতন্ত্র যখনই হুমকির সম্মুক্ষিন তখনই আনোয়ার জাহিদ জাতির সামনে উপস্থিত হন। তাঁর আদর্শ বাস্তবায়নের মাধ্যমে দেশের গণতান্ত্রিক অস্তিত্ব রক্ষা করতে হবে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান