ব্রাহ্মণবাড়িয়া : তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই ইউনিয়নে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে ইউপি সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়েছে।
শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয়। সংঘর্ষে আহতদের মধ্যে ১০ জনকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় দুই জনকে ঢাকায় পাঠানো হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে নাটাই গ্রামের মো. বাবু মিয়া নামের এক যুবক পাশের বিহাইর গ্রামের মোবাইল ফোনের ব্যবসায়ী ফখরুলের দোকানে মোবাইলে ফ্লেক্সিলোড করার জন্য যায়। এসময় এক হাজার টাকার ভাংতি নিয়ে ফখরুলের সাথে বাবু মিয়ার বাক-বিতণ্ডা হয় ও হাতাহাতির ঘটনা ঘটে।
এ ঘটনার জের ধরে সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে নাটাই গ্রামের বাবু মিয়া একদল যুবক নিয়ে বিহাইর গ্রামের মোবাইল ব্যবসায়ী ফখরুলকে দোকান থেকে তুলে নিয়ে আসতে যায়। এসময় বিহাইর গ্রামের লোকজন তাদের কে বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে দু’পক্ষের অন্তত ২০ জন আহত হয়। আহতদের মধ্যে ১০ জনকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার সহকারী পুলিশ সুপার তাপস রঞ্জন বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান