গাজীপুর : টঙ্গীর বিশ্বইজতেমা ময়দানের জোড় ইজতেমায় যোগদিতে আসা টাঙ্গাইলের এক মুসল্লি মারা গেছেন। তার নাম মো. সামসুল হক (৭০)।
ইজতেমা ময়দানের মুরব্বি মো. গিয়াস উদ্দিন জানান, সামসুল হক ওরফে সামসুদ্দিন শুক্রবার মধ্য রাতে হঠাৎ অসুস্থতাবোধ করেন। পরে তাকে টঙ্গী সরকারি হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎক তাকে মৃত ঘোষণা করেন। বাদ ফজর ইজতেমা ময়দানে তার জানাযা নামাজ অনুষ্ঠিত হয়।
টঙ্গী হাসপাতালের আবাসিক চিকিৎসক মাহবুবুর রহমান চৌধুরী জানান, শুক্রবার রাত সোয়া ১২টার দিকে ওই মুসল্লিকে মৃতাবস্থায় হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালের রেজিস্টারে মৃত সামসুল হক ঢাকার পশ্চিম রাজারবাগ এলাকার বাসিন্দা বলে উল্লেখ রয়েছে।
শুক্রবার থেকে ৫দিনব্যাপী জোড় ইজতেমা শুরু হয়। দেশ-বিদেশের হাজার হাজার মুসল্লি টঙ্গীর ওই জোড় ইজতেমায় যোগ দিয়েছেন। মঙ্গলবার বাদ জোহর শেষ হবে ওই ইজতেমা। প্রতি বছর বিশ্বইজতেমার ৪০দিন আগে পাঁচ দিনের এ জোড় ইজতেমা অনুষ্ঠিত হয়।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান