সুনামগঞ্জ : পরপর দু’জনের প্রাণহানীর পর অবশেষে ভারতীয় সেই বন্যহাতিটির মৃত্যু হয়েছে।
শনিবার ভোরে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বাকাতলা সীমান্তের হযরত শাহ আরেফিন (রা.) টিলা সংলগ্ন ধান ক্ষেতে বিশাল আকৃতির এই বন্যহাতিটির মৃত্যু হয়। হাতি মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে হাতি আতঙ্কে থাকা সীমান্তবর্তী ১০টি গ্রামের মানুষ প্রাণসঞ্চার ফিরে পেয়েছেন বলে বেশ কয়েকজন মুঠোফোনে জানিয়েছেন।
তারা আরো জানান, গত দু’মাস ধরে প্রাণহানী রোধে রাত জেগে মশাল জ্বালিয়ে ঢাকঢোল পিটিয়ে বসতভিটা, জমি পাহারা দিতে গিয়ে পরপর দু’জনের প্রাণহানী ছাড়াও আহত হয়েছেন একাধিক ব্যক্তি। অনেকেই বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যান। হাতির আক্রমণ থেকে রক্ষা পেতে একাধিকবার স্থানীয় মসজিদে দোয়া কালামও করা হয়েছে।
উত্তর বংশীকু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল হোসেন, রতনপুর গ্রামের ইউপি সদস্য আইনাল হক, বাকাতলা গ্রামের আলী উসমান, লামাকাটা গ্রামের জসিম উদ্দিনসহ অনেকেই জানান, ইতোমধ্যে বন্যহাতির তা-বে তাদের ফসলি জমি ও বসতঘরের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে।
এদিকে নিহত বন্যহাতি দেখতে ভোর হতেই হাজার হাজার জনতা ভিড় করায় পুরো সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন, বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) বাঙ্গালভিটা ক্যাম্পের হাবিলদার অজিত মৈত্র।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান