অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পুঠিয়ায় বাসের ধাক্কায় মোটর সাইকেলের ৩ জন আরোহী নিহত Logo বগুড়ায় মেয়ে থেকে ছেলেতে রূপান্তর এলাকায় চাঞ্চল্য Logo বগুড়া শহরে দিনে-দুপুরে ১০লাখ টাকা ছিনতাই Logo নওগাঁয় রাস্তার পাশ থেকে এক যুবকের মরহেদ উদ্ধার Logo নওগাঁয় প্রিপেইড মিটারে ভোগান্তী স্থাপন বন্ধের দাবীতে মানববন্ধন Logo বেলপুকুরিয়ার বাঁশপুকুরে ওয়াহেদ আলী মেম্বারের উদ্যোগে শীতবস্ত্র (কম্বল) বিতরণ অনুষ্ঠিত Logo বরগুনায় স্বেচ্ছাশ্রমে নির্মাণ করা হয়েছে প্রায় ৩০০ ফুট দৈর্ঘ্য কাঠের পুল। Logo সাজাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরল ১৫ বাংলাদেশি নারী-শিশু Logo বরগুনার পাথরঘাটায় হার্ডওয়্যার ব্যবসার আড়ালে ইয়াবা বিক্রি Logo বেনাপোল চেকপোস্ট দিয়ে দুই ভারতীয় নাগরিককে স্বদেশে প্রত্যাবাসন

রাজশাহীতে কৃষকের স্কুল: দিন বদলের পথে কৃষি

রাজশাহী: পরিবারের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষক মাঠ স্কুল থেকে বিজ্ঞান ভিত্তিক উপায়ে কৃষি প্রযুক্তির প্রশিক্ষণ নিচ্ছেন কৃষাণ-কৃষাণিরা। কৃষক মাঠস্কুল সাবলম্বী করেছে রাজশাহীর হাজারো কৃষককে। আর ওই কাজে সহযোগিতা দিচ্ছে রাজশাহীর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

কৃষাণ-কৃষাণিরা কৃষি প্রযুক্তির প্রশিক্ষণ প্রয়োগ করছেন মাঠে। যা গতি আনছে দারিদ্র্য মোচনে ও বদলাচ্ছে দিন। তাদের দেখে ওই পথেই হাঁটছেন আরো অনেক কৃষক।

রাষ্ট্রায়ত্ত্ব এ সংস্থাটির মতে, রাজশাহীতে কৃষক মাঠস্কুল চালু হয় ৯০ এর দশকে। এর ক’বছর আগে পাইলট প্রকল্প হিসেবে দেশজুড়ে চালু হয়। তবে অবশ্য বছর দশেক পরে রাজশাহীসহ সারা দেশে ব্যাপকভাবে ছড়িয়ে যায় কৃষক মাঠস্কুল।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, তাদের তত্ত্বাবধানে এরই মধ্যে শেষ হয়েছে সমন্বিত শস্য ব্যবস্থাপনা (আইসিএম) মাঠস্কুল।

তবে বছরে দুই বার বোরো ও রোপা আমন মৌসুম হওয়ায় এখনো চলছে সমন্বিত বালাই ব্যবস্থাপনা (আইপিএম) মাঠস্কুল। এছাড়া বছর জুড়েই চলছে সমন্বিত খামার ব্যবস্থাপনা কম্পোনেন্ট (আইএফএমসি) মাঠস্কুল।

বর্তমানে রাজশাহীতে আইএফএমসি মাঠস্কুল রয়েছে ৫৪ টি। এর মধ্যে দুর্গাপুরে ১০ টি, পবা, তানোর, গোদাগাড়ী, পুঠিয়া, বাঘা, চারঘাট এবং বাগমারায়, ৬ টি করে এবং মোহনপুরে ২ টি। প্রতিটি স্কুলে পাঠ নিচ্ছেন ৫০ জন কৃষাণ-কৃষাণি। এদের মধ্যে একই পরিবার থেকে একজন নারী ও একজন পুরুষ সদস্য অংশ নিচ্ছেন।

জানা গেছে, আইএফএমসি মাঠস্কুলে শেখানো হয় কৃষিতে বিজ্ঞান ভিত্তিক পন্থায় ধান-সবজিসহ সব ধরণের আবাদের কলা-কৌলশ।

এছাড়াও গৃহস্থালি কাজের সঙ্গে বিজ্ঞানসম্মতভাবে হাঁস-মুরগি, গাভী, ছাগল পালন, ধান ক্ষেতে মাছ চাষ করে বাড়তি আয়ের পথও দেখানো হয় এ স্কুলে। কৃষি প্রযুক্তির ব্যবহার বিষয়েও শেখানো হয় আর এসব প্রশিক্ষণই দেয়া হয় হাতে-কলমে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক হযরত আলী বলেন, প্রতিটি স্কুলে কারিগরি সেশন, সমন্বিত কৃষি ও সামাজিক সেশন, সমস্যা ভিত্তিক কৃষি কিভাবে কাটিয়ে ওঠা, কৃষিকে কিভাবে শক্তিশালী, গতিশীল ও টেকসই করা যায় তা মাঠে গিয়ে শেখানো হয়। যাতে প্রশিক্ষণ প্রাপ্তরাই নতুনদের প্রশিক্ষণ দিতে পারেন।

এভাবে ‘ট্রেইনার্স ট্রেনিং’ করানোর পর কমিউনিটি ট্রেইনার তৈরি করা হয়। প্রশিক্ষণের সব কিছুই নিবিড়ভাবে মনিটরিং করা হয় যাতে কোন কিছুই বাদ না পড়ে। এই প্রশিক্ষণে সব উপকরণ সরবরাহ করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও কৃষি তথ্য সার্ভিস।

এছাড়া প্রশিক্ষণ শেষে কৃষক ক্লাব গঠনে উৎসাহ করার পর থেকে তারা তাদের কার্যক্রমের ইতি টানেন বলে জানান ওই কৃষি কর্মকর্তা।

কয়েক বছরের ব্যবধানে গ্রামের ক্ষুদ্র, মধ্যম কৃষক ও প্রান্তিক চাষী খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য মোচনে অনেক দূর এগিয়ে গেছেন বলেও জানান তিনি। আর এ জন্য প্রতিষ্ঠার পর থেকেই বিভিন্ন ক্যাটাগরিতে এসব স্কুলকে অনুদান এবং সব ধরণের সহায়তা দেয়ার কথা জানান।

কৃষক মাঠ স্কুলে প্রশিক্ষণ গ্রহণকারী ঝালুকা ইউনিয়নের গৌড়ীহার গ্রামের জাহিদুল ইসলাম নামের এক কৃষক বললেন, তাদের ৪০ সপ্তাহের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়েছে। আগে সনাতন পদ্ধতিতে তিনি জমি চাষাবাদ করতেন। কিন্তু প্রশিক্ষণ নেয়ার পর থেকে চাষাবাদে তিনি আধুনিক কলাকৌশল প্রয়োগ করছেন। তাকে দেখে অন্য কৃষকরাও এগিয়ে আসছেন।

কিষাণী হামেদা বেগম বললেন, মাঠস্কুল থেকে প্রশিক্ষণ নিয়ে এরই মধ্যে তিনি বিজ্ঞানসম্মতভাবে হাস-মুরগি, গাভী ও ছাগল পালন শুরু করেছেন। এতে তার আয় বেড়েছে। পরিবারে তার মূল্যায়নও বেড়েছে।

জেলার মোহনপুরের মুগরইল একতা আইপিএম কৃষক ক্লাবের সভাপতি আব্দুস সালাম জানান, প্রশিক্ষণ নিয়ে বর্তমানে তিনি দুটি প্রকল্পে ড্রাগন ফল চাষ শুরু করেছেন। এর আগে তার ক্লাবের সদস্যরা ধান ক্ষেতে পোকা দমনে আলোর ফাঁদ ও পাচিং এবং সবজি ক্ষেতে ফেরোমন ট্রাপ ব্যবহার করে সফলতা পেয়েছেন। তাদের দেখে স্থানীয় কৃষকরাও এসব প্রযুক্তি ব্যবহার করে সুফল পাচ্ছেন।

অন্যদিকে জেলার গোদাগাড়ীর দেলসাদপুর আইপিএম কৃষক সমবায় সমিতির সভাপতি খাইরুল ইসলাম বলেন, তারা নিজেরা ধান ক্ষেতে ভূ-গর্ভস্থ পানি সাশ্রয়ী এডিবি¬ইডি, গুটি ইউরিয়া প্রয়োগ, সার সাশ্রয়ী এলসিসি পদ্ধতির প্রশিক্ষণ নিয়ে তা বাস্তবায়ন করেছেন। পাশপাশি তারা এসব প্রযুক্তি অন্যকৃষকদের মাঝে ছড়িয়ে দিয়েছেন।

তিনি আরো বলেন, কৃষক ক্লাব গঠনের পর সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধন নিতে গিয়ে নানান জটিলতার মুখে পড়তে হয়। অনেক ক্ষেত্রে দীর্ঘ সময় লেগে যায় নিবন্ধন পেতে। কিছু পয়সাও খরচ হয়। এছাড়া কৃষকদের বিভিন্ন ব্যাংক থেকে কৃষি ঋণ নিতে গিয়েও ভোগান্তিতে পড়তে হয়। এসব সমস্যা কাটিয়ে ওঠা গেলে এ অঞ্চলের কৃষিকে আরো একধাপ এগিয়ে যাবে বলে জানান।

Tag :
জনপ্রিয় সংবাদ

পুঠিয়ায় বাসের ধাক্কায় মোটর সাইকেলের ৩ জন আরোহী নিহত

রাজশাহীতে কৃষকের স্কুল: দিন বদলের পথে কৃষি

আপডেট টাইম : ০৭:০৭:২২ পূর্বাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০১৪

রাজশাহী: পরিবারের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষক মাঠ স্কুল থেকে বিজ্ঞান ভিত্তিক উপায়ে কৃষি প্রযুক্তির প্রশিক্ষণ নিচ্ছেন কৃষাণ-কৃষাণিরা। কৃষক মাঠস্কুল সাবলম্বী করেছে রাজশাহীর হাজারো কৃষককে। আর ওই কাজে সহযোগিতা দিচ্ছে রাজশাহীর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

কৃষাণ-কৃষাণিরা কৃষি প্রযুক্তির প্রশিক্ষণ প্রয়োগ করছেন মাঠে। যা গতি আনছে দারিদ্র্য মোচনে ও বদলাচ্ছে দিন। তাদের দেখে ওই পথেই হাঁটছেন আরো অনেক কৃষক।

রাষ্ট্রায়ত্ত্ব এ সংস্থাটির মতে, রাজশাহীতে কৃষক মাঠস্কুল চালু হয় ৯০ এর দশকে। এর ক’বছর আগে পাইলট প্রকল্প হিসেবে দেশজুড়ে চালু হয়। তবে অবশ্য বছর দশেক পরে রাজশাহীসহ সারা দেশে ব্যাপকভাবে ছড়িয়ে যায় কৃষক মাঠস্কুল।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, তাদের তত্ত্বাবধানে এরই মধ্যে শেষ হয়েছে সমন্বিত শস্য ব্যবস্থাপনা (আইসিএম) মাঠস্কুল।

তবে বছরে দুই বার বোরো ও রোপা আমন মৌসুম হওয়ায় এখনো চলছে সমন্বিত বালাই ব্যবস্থাপনা (আইপিএম) মাঠস্কুল। এছাড়া বছর জুড়েই চলছে সমন্বিত খামার ব্যবস্থাপনা কম্পোনেন্ট (আইএফএমসি) মাঠস্কুল।

বর্তমানে রাজশাহীতে আইএফএমসি মাঠস্কুল রয়েছে ৫৪ টি। এর মধ্যে দুর্গাপুরে ১০ টি, পবা, তানোর, গোদাগাড়ী, পুঠিয়া, বাঘা, চারঘাট এবং বাগমারায়, ৬ টি করে এবং মোহনপুরে ২ টি। প্রতিটি স্কুলে পাঠ নিচ্ছেন ৫০ জন কৃষাণ-কৃষাণি। এদের মধ্যে একই পরিবার থেকে একজন নারী ও একজন পুরুষ সদস্য অংশ নিচ্ছেন।

জানা গেছে, আইএফএমসি মাঠস্কুলে শেখানো হয় কৃষিতে বিজ্ঞান ভিত্তিক পন্থায় ধান-সবজিসহ সব ধরণের আবাদের কলা-কৌলশ।

এছাড়াও গৃহস্থালি কাজের সঙ্গে বিজ্ঞানসম্মতভাবে হাঁস-মুরগি, গাভী, ছাগল পালন, ধান ক্ষেতে মাছ চাষ করে বাড়তি আয়ের পথও দেখানো হয় এ স্কুলে। কৃষি প্রযুক্তির ব্যবহার বিষয়েও শেখানো হয় আর এসব প্রশিক্ষণই দেয়া হয় হাতে-কলমে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক হযরত আলী বলেন, প্রতিটি স্কুলে কারিগরি সেশন, সমন্বিত কৃষি ও সামাজিক সেশন, সমস্যা ভিত্তিক কৃষি কিভাবে কাটিয়ে ওঠা, কৃষিকে কিভাবে শক্তিশালী, গতিশীল ও টেকসই করা যায় তা মাঠে গিয়ে শেখানো হয়। যাতে প্রশিক্ষণ প্রাপ্তরাই নতুনদের প্রশিক্ষণ দিতে পারেন।

এভাবে ‘ট্রেইনার্স ট্রেনিং’ করানোর পর কমিউনিটি ট্রেইনার তৈরি করা হয়। প্রশিক্ষণের সব কিছুই নিবিড়ভাবে মনিটরিং করা হয় যাতে কোন কিছুই বাদ না পড়ে। এই প্রশিক্ষণে সব উপকরণ সরবরাহ করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও কৃষি তথ্য সার্ভিস।

এছাড়া প্রশিক্ষণ শেষে কৃষক ক্লাব গঠনে উৎসাহ করার পর থেকে তারা তাদের কার্যক্রমের ইতি টানেন বলে জানান ওই কৃষি কর্মকর্তা।

কয়েক বছরের ব্যবধানে গ্রামের ক্ষুদ্র, মধ্যম কৃষক ও প্রান্তিক চাষী খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য মোচনে অনেক দূর এগিয়ে গেছেন বলেও জানান তিনি। আর এ জন্য প্রতিষ্ঠার পর থেকেই বিভিন্ন ক্যাটাগরিতে এসব স্কুলকে অনুদান এবং সব ধরণের সহায়তা দেয়ার কথা জানান।

কৃষক মাঠ স্কুলে প্রশিক্ষণ গ্রহণকারী ঝালুকা ইউনিয়নের গৌড়ীহার গ্রামের জাহিদুল ইসলাম নামের এক কৃষক বললেন, তাদের ৪০ সপ্তাহের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়েছে। আগে সনাতন পদ্ধতিতে তিনি জমি চাষাবাদ করতেন। কিন্তু প্রশিক্ষণ নেয়ার পর থেকে চাষাবাদে তিনি আধুনিক কলাকৌশল প্রয়োগ করছেন। তাকে দেখে অন্য কৃষকরাও এগিয়ে আসছেন।

কিষাণী হামেদা বেগম বললেন, মাঠস্কুল থেকে প্রশিক্ষণ নিয়ে এরই মধ্যে তিনি বিজ্ঞানসম্মতভাবে হাস-মুরগি, গাভী ও ছাগল পালন শুরু করেছেন। এতে তার আয় বেড়েছে। পরিবারে তার মূল্যায়নও বেড়েছে।

জেলার মোহনপুরের মুগরইল একতা আইপিএম কৃষক ক্লাবের সভাপতি আব্দুস সালাম জানান, প্রশিক্ষণ নিয়ে বর্তমানে তিনি দুটি প্রকল্পে ড্রাগন ফল চাষ শুরু করেছেন। এর আগে তার ক্লাবের সদস্যরা ধান ক্ষেতে পোকা দমনে আলোর ফাঁদ ও পাচিং এবং সবজি ক্ষেতে ফেরোমন ট্রাপ ব্যবহার করে সফলতা পেয়েছেন। তাদের দেখে স্থানীয় কৃষকরাও এসব প্রযুক্তি ব্যবহার করে সুফল পাচ্ছেন।

অন্যদিকে জেলার গোদাগাড়ীর দেলসাদপুর আইপিএম কৃষক সমবায় সমিতির সভাপতি খাইরুল ইসলাম বলেন, তারা নিজেরা ধান ক্ষেতে ভূ-গর্ভস্থ পানি সাশ্রয়ী এডিবি¬ইডি, গুটি ইউরিয়া প্রয়োগ, সার সাশ্রয়ী এলসিসি পদ্ধতির প্রশিক্ষণ নিয়ে তা বাস্তবায়ন করেছেন। পাশপাশি তারা এসব প্রযুক্তি অন্যকৃষকদের মাঝে ছড়িয়ে দিয়েছেন।

তিনি আরো বলেন, কৃষক ক্লাব গঠনের পর সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধন নিতে গিয়ে নানান জটিলতার মুখে পড়তে হয়। অনেক ক্ষেত্রে দীর্ঘ সময় লেগে যায় নিবন্ধন পেতে। কিছু পয়সাও খরচ হয়। এছাড়া কৃষকদের বিভিন্ন ব্যাংক থেকে কৃষি ঋণ নিতে গিয়েও ভোগান্তিতে পড়তে হয়। এসব সমস্যা কাটিয়ে ওঠা গেলে এ অঞ্চলের কৃষিকে আরো একধাপ এগিয়ে যাবে বলে জানান।