ঢাকা : সফররত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়ালকে গত ৫ জানুয়ারির নির্বাচন সংক্রান্ত বিভিন্ন তথ্য উপাত্ত দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।নিশা দেশাইকে ৫ জানুয়ারির নির্বাচনসহ বিভিন্ন তথ্য দিলেন খালেদা জিয়া
নিশা দেশাই বিসওয়ালের সঙ্গে বৈঠকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া -সমকাল
শুক্রবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবনে প্রায় সোয়া এক ঘন্টার বৈঠকে এ সব তথ্য উপাত্ত দেন বিএনপি নেত্রী।
বৈঠক সূত্র জানায়, কয়েকজন দলীয় নেতাকে সঙ্গে রেখে বৈঠক শুরু হলেও পরে আধাঘন্টারও বেশী সময় খালেদা জিয়া-নিশা দেশাই এর মধ্যে একান্ত বৈঠক হয়।
নিশা দেশাইর কাছে দেওয়া তথ্য উপাত্তের মধ্যে ৫ জানুয়ারির 'একতরফা' নির্বাচনের চিত্র ছাড়াও নির্বাচনের পর সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের ফিরিস্তিও রয়েছে। সরকারের বিভিন্ন অগণতান্ত্রিক আচরণ, বিএনপিকে সভা সমাবেশের অনুমতি না দেওয়া, সম্প্রচার নীতিমালার মাধ্যমে সংবাদপত্রের স্বাধীনতায় হস্তেক্ষেপ, বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের মাধ্যমে সরকারের হাতে নেওয়ার বিষয়গুলো রয়েছে ওই নথিপত্রে মধ্যে। একইসঙ্গে নারায়ণগঞ্জে সাতখুনের ঘটনায় র্যাবের জড়িত থাকাসহ বিচারবহির্ভুত হত্যাকাণ্ডের বিষয়গুলোও তুলে ধরেন খালেদা জিয়া।
সন্ধ্যা ৬টা থেকে শুরু হয়ে প্রায় সোয়া ঘন্টাব্যাপী বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিহ উদ্দিন আহমেদ।
নিশা দেশাইর সঙ্গে ছিলেন মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনাসহ আরও দুই জন কূটনীতিক।
বৈঠক শেষে শমসের মবিন চৌধুরী সাংবাদিকদের বলেন, 'দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। বিএনপি ক্ষমতায় থাকাকালে দুই দেশের মধ্যকার চমৎকার সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। একইসঙ্গে আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে কিভাবে এই সহযোগিতার সম্পর্ক আরও এগিয়ে নেওয়া হবে তা নিয়েও আলোচনা হয় বৈঠকে।'
নিশা দেশাই বৈঠকে বলেছেন, দক্ষিণ এশিয়ার সামাজিক অগ্রগতি অব্যাহত রাখতে গণতন্ত্রকে শক্তিশালী করতে হবে। এ লক্ষ্যে দক্ষিণ এশিয়ায় মার্কিন সহযোগিতা অব্যাহত রাখা হবে বলেও তিনি বিএনপি নেতাদের জানান।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান