ঢাকা : ক্ষমতায় টিকে থাকার জন্য র্যাব-পুলিশকে দুর্নীতিবাজ বানানোর চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না।
তার মতে দেশের ভেতরটা এখন ফাঁকা। দেশে চাকরি নাই, নতুন ইনভেস্টমেন্ট নাই। বাংলাদেশের মতো দুর্নীতি পরায়ন দেশ পৃথিবীতে আর একটাও নাই। ১৬ কোটি মানুষের পায়ের নিচে যে আগুন জ্বলছে তা অনেকেই টের পাচ্ছেন না। যখন টের পাবেন তখন সব কিছু ভাসিয়ে দিয়ে যাবে।
শুক্রবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে ‘দুর্নীতিকে না বলুন’ শীর্ষক দুর্নীতি বিরোধী অবস্থানে তিনি এসব কথা বলেন।
দেশের ৫০ ভাগের বেশি দুর্নীতিবাজ দুটি বড় দলের মধ্যে রয়েছে উল্লেখ করে মান্না বলেন, বাংলাদেশ অপার সম্ভাবনার দেশ। দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিতে হলে রাজনৈতিক সহিংসতা বন্ধ ও দুর্নীতি রোধ করতে হবে।
তিনি বলেন, ৫ জানুয়ারির নির্বাচনের নামে দেশে ভণ্ডমী হয়েছে। তারপরও প্রধানমন্ত্রী এটাকে গণতন্ত্র বলে চালাতে চাইছেন। এটা কী দুর্নীতি নয়? আমরা এই দুর্নীতির লাগাম টেনে ধরতে চাই, এটাকে ভাংতে চাই। লড়াইটা বুঝে-শুনে করতে হবে।
তিনি বলেন, এই দুর্নীতি রাজনীতিকে কলুষিত করছে। সমাজের ঘাড়ে চেপে বসেছে। তাই এখনই সময় দুর্নীতিবাজদের না বলার। তাদেরকে ঘৃণা করতে শেখার।
বিজয় দিবসের পরে রাজধানীর ১ হাজার স্থানে দুর্নীতি বিরোধী প্লাকার্ড নিয়ে অবস্থান নেওয়া হবে উল্লেখ করে মান্না বলেন, একাত্তরের পর থেকে যারা দুর্নীতি করেছে তাদের ছাড় নেই। আমরা তাদের খতিয়ান চাই।
তিনি বলেন, এখন সর্বনিম্ম শ্রেনী পর্যায়ে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়। শিক্ষামন্ত্রীর কাছে প্রশ্ন রেখে তিনি বলেন, পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস কি দুর্নীতির মধ্যে পড়ে? শিক্ষামন্ত্রী এ বিষয়টিকে অস্বীকার করে বলেন প্রশ্নপত্র ফাঁস হয় না। প্রয়োজনে তিনি ফেসবুক বন্ধ করার কথা জানিয়েছেন কিন্তু দুর্নীতিবাজদের গ্রেফতারে কোন পদক্ষেপ নেয়ার উদ্যোগ নেননি।
তিনি অভিযোগ করে বলেন, দেশের কোটি কোটি মানুষ দুর্নীতির বিরুদ্ধে আছেন। অথচ দুর্নীতির বিরুদ্ধে কথা বলার জন্য সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে হলে পুলিশের অনুমতির প্রয়োজন হয়। কিন্তু আওয়ামী লীগকে সমাবেশের অনুমতি দেওয়া হয়।
সব শেষে ‘আজ যাচ্ছি কিন্তু যাচ্ছি না’ এই উক্তির মাধ্যমে খুব শিগগিরই পুনরায় আন্দোলনে ফিরে আসার প্রত্যয় জানান তিনি।
দুর্নীতি বিরোধী আন্দোলনে সংহতি প্রকাশ করে আরো বক্তব্য রাখেন বিকল্পধারার সাধারণ সম্পাদক মেজর অবসরপ্রাপ্ত আব্দুল মান্নান, ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ, গবেষক সৈয়দ আবুল মকসুদ, গণফোরামের সিনিয়র ভাইস চেয়ারম্যান সুব্রত চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল, নাগরিক ঐক্যের উপদেষ্টা এইচ এম আকরাম, আইনজীবী শাহদীন মালিক, স্থপতি মোবাশ্বের হোসেন, বাসদের কেন্দ্রীয় নেতা জাহিদুল হক দুলু, সড়ক উন্নয়ন শ্রমিকের সাধারণ সম্পাদক ওসমান ফারুক, জেএসডি’র সাধারণ সম্পাদক আব্দুল মান্নান পাপন, বিকল্পধারার কোষাধ্যক্ষ আজিজ আকন ও নাগরিক ঐক্যের নেতারা।
এসময় কিশোরগঞ্জ, গাজীপুর, সাভার, নারায়নগঞ্জ, নরসিংদীসহ রাজধানীর পল্লবী, মিরপুর, রামপুরা, ভাটারা, শাহবাগ, রমনা থানার নাগরিক ঐক্য এবং সমমনা বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশে এসে সংহতি প্রকাশ করেন।