ঢাকা: গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, আমাদের শাসকেরা এ দেশ থেকে চুরি, দুর্নীতি ও টাকা লুটপাট করে বিদেশে পাঠাচ্ছে। বাড়ি ঘর বানানোসহ তাদের ছেলে মেয়েদেরকেও লেখা পড়ার জন্য সেখানে পাঠাচ্ছে। স্বাধীনতার পর যারাই ক্ষমতায় এসেছে তারাই সকলেই লুটপাট ও রাজত্ব কায়েম করেছে।
শুক্রবার বিকেল ৩টায় প্রেসক্লাবের সামনে গণসংহতি আন্দোলনের আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।
বর্তমান সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, জনগণ যুদ্ধাপরাধীর বিচার করার জন্য তাদেরকে ক্ষমতায় এনেছে। কিন্তু তারা জনগণের দাবি পূরণ করতে পারেনি বরং ৫ জানুয়ারি নির্বাচনের মাধ্যমে নিজের ক্ষমতাকে পাকাপোক্ত করেছে।
এ সমাবেশে সভাপতিত্ব করেন গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয় পরিষদের সদস্য এডভোকেট আব্দুস সালাম।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান