ফারুক আহম্মেদ সুজন : বিকল্পধারা’র সাধারণ সম্পাদক মেজর আবসরপ্রাপ্ত আব্দুল মান্নান বলেছেন, বাজেটের ৩০ শতাংশ করে বিগত ১০ বছরে ৫ লাখ কোটি টাকা লুটপাট হয়েছে। ৮০ বিলিয়ন ডলার জাতীয় সম্পদের বেশির ভাগ লুটপাট হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে নাগরিক ঐক্য’র উদ্যোগে আয়োজিত দুর্নীতির বিরুদ্ধে সংহতি সমাবেশে তিনি এসব কথা বলেন।
‘দুর্নীতিকে না বলুন’ স্লোগানকে সামনে রেখে এ সমাবেশের আয়োজন করা হয়।
তিনি বলেন, সংসদ সদস্যরা যদি লুটপাটের নেতা হন আর সরকারি ব্যবস্থাপনায় যদি এ লুটপাট আরো বৃদ্ধি পায় তাহলে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে।
তিনি আরো বলেন, আমরা বলি ‘দুদক’ বা দুর্নীতি দমন কমিশন। কেউ কেউ বলেন ‘দূষণ’ বা দুর্নীতি সহায়ক কমিশন। তিনি মাহমুদুর রহমানকে দুর্নীতি প্রতিরোধ কমিশন গঠনের আহ্বান উল্লেখ করে বলেন, আমি এ সংগঠনের সদস্য হতে চাই।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান