গাজীপুর : নকল ও ভেজাল ঔষধ বন্ধ এবং এর প্রস্তুতকারক ও বিক্রেতাদের বিরুদ্ধে প্রশাসনিক ভাবে ব্যবস্থা নেয়ার দাবিতে গাজীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।
শুক্রবার সকালে গাজীপুর মহানগর ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়।
এ উপলক্ষে গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তার জাগ্রত চর চৌরঙ্গীর পাশ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ঢাকা-ময়মনসিংহ, ঢাকা- টাঙ্গাইল ও ঢাকা-গাজীপুর সড়ক প্রদক্ষিণ করে।
পরে স্থানীয় রহমান শপিং মলের সামনে সমিতির সভাপতি মোবারক হোসেনের সভাপতিত্বে সমাবেশ হয়। এতে সমিতির সাধারণ সম্পাদক কাওসার হোসেন, যুগ্ম সম্পাদক মোফাজ্জাল হোসেনসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান