ঢাকা: মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের চতুর্থ ওয়ানডেতে বাংলাদেশের দেয়া ২৫৮ রানের টার্গেটে ব্যাট করছে সফরকারী জিম্বাবুয়ে।
জিম্বাবুয়ে ইনিংসের প্রথমেই জোড়া আঘাত হানেন সাকিব আল হাসান।
জিম্বাবুয়ের দলীয় ৪৮ ও ৫১ রানের মাথায় ভুসি সিবান্দা (১৭) ও হ্যামিল্টন মাসাকাদজাকে (২৮) সাজঘরের পথ দেখিয়েছেন বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল-হাসান।
ব্যাট করতে নেমে শুরু থেকেই দারুণ খেলতে থাকেন জিম্বাবুয়ের দুই ওপেনার মাসাকাদজা ও সিবান্দা।
দলীয় ৪৮ রানের মাথায় সিবান্দাকে আউট করেন সাকিব। এরপর মাত্র ৩ রানের ব্যবধানেই ৫১ রানের মাথায় হ্যামিল্টন মাসাকাদজাকেও সাজঘরে ফেরান তিনি। আউট হওয়ার আগে ৪০ বলে ২৮ রান করেন মাসাকাদজা।
সাকিব এ পর্যন্ত ৫ ওভার বল করে মাত্র ১৪ রান খরচায় তুলে নিয়েছেন ২টি উইকেট।
এ রিপোর্ট লেখা পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ ৩ উইকেটে ৬২।
এর আগে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়লেও মুশফিকুর রহিম-মাহমুদুল্লাহ রিয়াদের অর্ধশতক ও শেষ দিকে মাশরাফির মাত্র ২৫ বলে ৩৯ রানের সৌজন্যে ২৫৬ রান সংগ্রহ দাড় করাতে সক্ষম হয় স্বাগতিক বাংলাদেশ।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান