ঢাকা : রাজধানীর ভাটারা থানাধীন নতুন বাজার এলাকায় পুলিশের সঙ্গে এলাকাবাসীর ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় উত্তেজিত এলাকাবাসী রাস্তায় আগুন ধরিয়ে দেয়।
শুক্রবার বেলা ১১টা থেকে ফারজানা হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধনের আয়োজন করে এলাকাবাসী। এ সময় পুলিশ বাধা দেয়। ফলে এ ঘটনা ঘটে। বেলা ১২ টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ভাটারা থানা পুলিশ।
ভাটারা থানার এসআই নজরুল ইসলাম জানান, ১১ টার দিকে এলাকাবাসী ও ফারজানার স্কুলের শিক্ষার্থীরা মিলে মানববন্ধন করে। কিন্তু তারা ভাংচুর ও অগ্নিসংযোগ করায় পুলিশ তাদের বাধা দিতে বাধ্য হয়। আরে এতেই পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বেধে যায়। এতে পুলিশ লাঠি চার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
উল্লেখ্য, গত মঙ্গলবার ছোলমাইদ এলাকা থেকে ফারজানার বস্তাবন্দী লাশ উদ্ধার করে পুলিশ।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান