সাউপাউলো: ভালো আছেন বলে জানিয়েছেন কিংবদন্তি ফুটবল তারকা পেলে। ভক্তদের জন্য লেখা এক টুইট বার্তায় তিনি বলেন, “ব্যক্তিগত নিরাপত্তার স্বার্থেই আমাকে হাসপাতালের একটি বিশেষ কক্ষে রাখা হয়েছে। যারা আমাকে দেখতে এসেছেন আমি তাদের স্বাগত জানিয়েছি।”
পেলে বলেন, “আমার শান্তিতে চিকিৎসা প্রয়োজন এবং দ্রুত সেরে উঠা প্রয়োজন।”
নিজের সামনের দিনের ভাবনার কথা উল্লেখ করে টুইট বার্তায় তিনি লিখেছেন, “আমি চাই সামনের ছুটির দিনগুলো পরিবারের সাথে কাটাতে। ভালো স্বাস্থ্য নিয়ে আমি নতুন বছর শুরু করতে চাই।এছাড়া দেশের বাইরে ঘুরার পরিকল্পনাতো আছেই!”
টুইটবার্তায় সবাইকে ধন্যবাদও জানান তিনি।
শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সাউপাউলোর একটি হাসপাতালে ভর্তি করা হয় পেলেকে। মূত্রঘটিত সমস্যার কারণে তাকে হাসপাতালে নেয়া হয়।
সাউপাউলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালের এক বিবৃতিতে জানানো হয়, “হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এডমন আরনেটস দো নাসিমেনতো পেলে।বাড়তি সেবা প্রদানের জন্য তাকে হাসাপাতালের স্পেশাল কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয়েছে।”
গত ১৩ নভেম্বর কিডনিতে পাথর সরানোর জন্য হাসপাতালে অপারেশন করেন পেলে। এর দুই দিন পরই তাকে হাসপাতাল থেকে রিলিজ দেয়া হয়। তিনবারের বিশ্বকাপ জয়ী এই তারকাকে পর্যাপ্ত সেবা ও যত্ন দিতেই তাকে স্পেশাল কেয়ার ইউনিটে নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
হাসপাতালের এক মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে জানান, “বাড়তি যত্ন নেবার জন্যই পেলেকে আলাদা একটি রুমে স্থানান্তর করা হয়েছে। এটা ইনসেনটিভ কেয়ার ইউনিট নয়। তাৎক্ষণিক পদক্ষেপ হিসেবে এ ব্যবস্থা নেয়া হয়েছে।”
দুই বছর আগে অর্থাৎ ২০১২ সালের ১৫ নভেম্বর একই হাসপাতালে উরুর সন্ধিতে একটি অপারেশন করেন পেলে।
ফুটবলের রাজা হিসেবে পরিচিত পেলে ব্রাজিলের ট্রেস কোরাকয়েস এ জন্মগ্রহণ করেন। কিংবদন্তি এ ফুটবলার ১,৩৬৩ ফুটবল ম্যাচে অংশ নিয়ে ১,২৮১ টি গোল করেন। ১৭ বছর বয়সেই তিনি তার দেশের জন্য ফুটবল বিশ্বকাপ জয় করেন।–বিবিসি।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান