জাকার্তা: জমকালো পার্টির আয়োজন না করতে এবং খরচ কমাতে প্রয়োজনে রাস্তার খাবার কিনতে সরকারি কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো। তার এ নির্দেশ দেশটির আমলাদের ওপর নতুন এক চাপের তৈরি করবে বলে ধারণা করা হচ্ছে।
ইন্দোনেশিয়া সরকারের এক মন্ত্রী বলেন, “অফিসিয়াল যেকোনো পার্টির আয়োজনে অতিথির সংখ্যা ৪০০ এর মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। খরচ কমাতে পার্টিতে কাসাভা ও স্থানীয় পিঠার খাবার পরিবেশন করার কথা বলা হয়েছে।”
গত অক্টোবর মাসে শপথ নেয়ার পর থেকে প্রেসিডেন্ট জোকো উইদোদো সরকারি ব্যয় কমিয়ে আনার উদ্যোগ নিয়েছেন। ইতিমধ্যে তিনি আগামী বছরের ভ্রমণ ও বৈঠকের ব্যয় কমিয়ে এনেছেন। গত সপ্তাহে ছেলের গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে যোগ দিতে সিঙ্গাপুর ভ্রমণের সময় বিজনেস ক্লাসের পরিবর্তে ইকোনমি ক্লাসে ভ্রমণ করেন জোকো।–গার্ডিয়ান।