নাটোর : নাটোরে ৭ কোটি টাকা মূল্যের ১৩৮ কেজি ওজনের কষ্টিপাথরের একটি কালীমূর্তি উদ্ধারসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে র্যাব-৫ এর সদস্যরা সদর থানার সুলতানপুর গ্রাম থেকে মূর্তি উদ্ধার ও ঘটনার সঙ্গে জড়িত দু’জনকে আটক করে।
পরে মূর্তিসহ তাদের নাটোর সদর থানায় সোপর্দ করা হয়।
শুক্রবার দুপুরে নাটোর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার কামরুজ্জামান পাভেল জানান, গোপন সংবাদের ভিত্তিতে অনুসন্ধানে তারা জানতে পারেন যে, সদর থানার সুলতানপুর গ্রামের মহসীন আলী ও তার বাবা শাহজাহান মিয়া প্রায় ১০ মাস আগে একটি পুকুর খনন করার সময় একটি মূর্তি উদ্ধার করে। পরে তা গোপনে বিক্রির চেষ্টা চালায়। এ অবস্থায় শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে র্যাবের একটি দল ক্রেতা সেজে গিয়ে কৌশলে অভিযান চালিয়ে সদর থানার সুলতানপুর গ্রামের মহসীন আলী ও তার বাবা শাহজাহান মিয়ার বাড়ি থেকে মূর্তিটি উদ্ধার ও তাদের আটক করে। পরে বরেন্দ্র যাদুঘরের প্রতিনিধি ও স্বর্ণকারকে দিয়ে পরীক্ষা করে জানতে পারেন যে, মূর্তিটি কষ্টিপাথরের তৈরি।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান