গাইবান্ধা : গাইবান্ধার গোবিন্দগঞ্জে যৌতুকের দাবিতে স্বামী শামীম মিয়া ও শাশুড়ির নির্যাতনে রঞ্জনা বেগম নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার শাখাহার ইউনিয়নের দশলাল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের ভাই বিপ্লব মিয়া বাদী হয়ে শুক্রবার গোবিন্দগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।
পুলিশ জানায়, গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের দুর্গাপুর গ্রামের আব্দুল ওয়াহেদের কন্যা রঞ্জনা বেগমের (২০) সঙ্গে একই উপজেলার শাখাহার ইউনিয়নের দশলাল গ্রামের ইদ্রিস আলীর ছেলে শামীম মিয়ার ১১ মাস আগে বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের টাকার জন্য স্বামী শামীম ও শাশুড়ি প্রায়ই রঞ্জনাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতো। এসব ঘটনায় দুই পরিবারের মধ্যে বেশ কয়েকবার সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় স্বামী-শাশুড়ির সঙ্গে যৌতুক নিয়ে রঞ্জনার কথা কাটাকাটি হলে শামীম তাকে মারপিট করলে রঞ্জনার মৃত্যু হয়। এঘটনার পর থেকে শামীমের পরিবার বাড়ি ছেড়ে পালিয়ে যায়। খবর পেয়ে বৃহস্পতিবার রাতে পুলিশ স্বামী শামীম মিয়ার বাড়ি থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। রঞ্জনার পরিবারের দাবি যৌতুকের কারণে রঞ্জনাকে পরিকল্পিতভারে হত্যা করা হয়েছে।
গোবিন্দগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম জাহিদুল ইসলাম জানান, এঘটনায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে।