সুনামগঞ্জ : সুনামগঞ্জে ডোবায় মাছ ধরাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ ৪০ জন আহত হয়েছে।
শুক্রবার সকাল ১১টার দিকে জেলার ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের খাইরগাঁও গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
ঘটনাস্থলে উপস্থিত থাকা পুলিশের সাব-ইন্সপেক্টর (এসআই) চম্পক ধাম জানান, খাইরগাঁও গ্রামের হুশিয়ার আলী ও মোহনপুর গ্রামের আবু বকরের মধ্যে দীর্ঘদিন ধরে একটি মাছ ধরার ডোবা নিয়ে বিরোধ চলে আসছিল। সকালে ওই ডোবায় উভয়পক্ষের লোকজন মাছ ধরতে গেলে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নারীসহ উভয় পক্ষের ৪০ জন আহত হয়েছে।
তবে তাৎক্ষণিকভবে আহতদের নাম জানা যায়নি। বর্তমানে ওই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে।