রাজশাহী : রাজশাহী নগরীতে আল আমিন (২৫) নামের এক ইলেকট্রিক মিস্ত্রি গুলিবিদ্ধ হয়েছেন।
শুক্রবার সকাল ৬টার দিকে নগরীর বোয়ালিয়া থানার দেবীশিংপাড়া এলাকার আরএইচ ছাত্রবাসের সামনে দু’জন ছিনতাইকারী তাকে গুলি করে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেন।
গুলিবিদ্ধ আল আমীন মতিহার থানার খোঁজাপুর এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে। হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল মতিন এ তথ্য নিশ্চিত করে বলেন, ওই যুবক বুকের বাম পাশে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। দুপুর ১২টার দিকে অস্ত্রপচার করে তা বের করা হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছে। তবে তার অবস্থা আশঙ্কাজনক নয় বলে জানিয়েছেন চিকিৎসক।
আল আমিনের পরিবারের বরাত দিয়ে তিনি জানান, সকালে বাইসাইকেলযোগে সস্ত্রীক নওদাপাড়ার উদ্দেশে যাচ্ছিলেন তিনি। এসময় ছিনতাইকারীরা তাদের পথরোধ করে সঙ্গে থাকা মোবাইল ও বাইসাকেল ছিনতাইয়ের চেষ্টা করে। এনিয়ে ধস্তাধস্তির এক পর্যায়ে ছিনতাইকারীরা আল আমিনের বুকে পিস্তল ঠেকিয়ে গুলি করে পালিয়ে যায়।
এদিকে নগরীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর হোসেন খন্দকার জানান, এ ঘটনায় এখনো থানায় অভিযোগ আসেনি। তবে তারা বিষয়টি খতিয়ে দেখছেন।
এছাড়া জড়িতদের আটক ও অস্ত্র উদ্ধারেরও চেষ্টা করছেন বলে জানান।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান