ঢাকা : বিএনপি ক্ষমতায় গেলে সম্প্রচার নীতিমালা বাতিল করে দৃঢ় গণতন্ত্রের ভিত্তি স্থাপন করা হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবে ফেডারেল সাংবাদিক ইউনিয়ন(বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন(ডিইউজে) আয়োজিত ‘সাংবাদিকদের স্বৈরাচার প্রতিরোধ দিবস’ উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
মওদুদ বলেন, সংবাদপত্রের স্বাধীনতার উপর যারাই হাত দিয়েছে তাদের হাত পুড়ে গেছে। বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে কোন মিডিয়া বন্ধ হবে না। সাংবাদিকতার জন্য কাউকে জেলে যেতে হবে না।
তিনি বলেন, বর্তমান সরকার গণতন্ত্রের আবরণে সৈরাচারের ধারাবাহিকতা রক্ষা করছে। তারা বিচার বিভাগের উপর হস্তক্ষেপ করছে।
বিএনপি ক্ষমতায় গেলে বিচার বিভাগের উপর হস্তক্ষেপ বন্ধ করা হবে, নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, পাবলিক সার্ভিস কমিশনকে নিরপেক্ষ ও স্বাধীন করে দেয়া হবে। সংসদকে কার্যকর করতে বিরোধী দলকে যথাযথ সম্মান প্রদর্শন করা হবে।
ক্ষমতার জন্য সংগ্রাম নয় উল্লেখ করে মওদুদ বলেন, সংগ্রাম করতে হবে মানুষের অধিকার রক্ষায়। এই ব্যাপারে জনগণকে বোঝাতে পাড়লে তারা আস্থা পাবে। মানুষের মধ্যে এখন চাঁপা ক্ষোভ বিরাজ করছে। অন্দোলনে নামলে তা প্রকাশ পাবে।
ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি এম আব্দুল্লাহর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যানদের মধ্যে বক্তব্য দেন ড. জাফর উল্লাহ চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি এম এ আজিজ প্রমুখ।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান