বাংলার খবর২৪.কম: গাজায় গণহত্যাবন্ধে এবং জাতীয় সম্প্রচার নীতিমালা বাতিলের দাবিতে কর্মসূচি ঘোষণা করবে বিএনপি নেতৃত্বাধীন ২০দলীয় জোট।
সোমবার রাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে জোটের শীর্ষ নেতাদের নিয়ে বৈঠক করেন।
রাত ৯টায় শুরু হওয়া বৈঠক চলে দেড় ঘন্টাব্যাপি।
বৈঠকের একাধিকসূত্র জানিয়েছে, গাজায় গণহত্যাবন্ধে আগামী ১৬ আগষ্ট পতাকা মিছিল এবং ১৯আগস্ট জাতীয় সম্প্রচার নীতিমালা বাতিলের দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে। এতে বেগম খালেদা জিয়ার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।
সংশ্লিষ্ট সূত্র আরো জানায়, মঙ্গলবার নয়াপল্টনে ২০দলীয় জোটের মহাসচিব পর্যায়ের যৌথ সভা শেষে দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে কর্মসূচির ব্যাপারে জানানো হবে।
এছাড়াও চলতি মাসের শেষ সপ্তাহ ব্যপি জোটের শীর্ষ নেতারা জেলা পর্যায়ে গণসংযোগ করবেন বলে জানা গেছে।
জোটের শরিক ন্যাশনাল পিপলস পার্টি এনপিপি সাবেক চেয়ারম্যান শওকত হোসেন নিলুর বহিস্কারাদেশ জোটে অনুমোদন হয়েছে বলে দলটির নতুন চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ জানিয়েছেন।
জোটের শরিকরা এনপিপির নতুন চেয়ারম্যানকে অভিনন্দন জানান।
আজকের সভায় জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান কাজী জাফর এবং এলডিপির সভাপতি অলি আহমেদ উপস্থিত ছিলেন না।
জোটের সভায় অন্যদের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য আব্দুল হালিম, জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গানি, বিজেপি চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ, ইসলামী ঐক্যজোটের আব্দুল লতিফ নেজামী প্রমুখ উপস্থিত ছিল
শিরোনাম :
সোহরাওয়ার্দীর সমাবেশে থাকবেন খালেদা
- বাংলার খবর ডেস্ক :
- আপডেট টাইম : ০৬:৫০:৪৭ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০১৪
- ১৬২৩ বার
Tag :
জনপ্রিয় সংবাদ