ময়মনসিংহ : ময়মনসিংহের নান্দাইলে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে আওয়ামী লীগ নেতা আবুল মনসুর ভুইয়া নিহতের ঘটনার মামলায় ২ ইউপি চেয়ারম্যানসহ তিনজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারকৃত তিন আসামি প্রত্যেকের ৩ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন, মামলার এজাহারভুক্ত আসামি উপজেলার শেরপুর ইউনিয়নের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন মিল্টন, গাংগাইল ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ আশরাফুজ্জামান খোকন ও যুবলীগ নেতা আনোয়ার।
জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মামলার তদন্তকারী কর্মকর্তা আইয়ুব আলী জানান, নান্দাইলের আওয়ামী লীগ নেতা আবুল মনসুর ভুইয়া নিহতের ঘটনায় বুধবার রাতে রাজধানী ঢাকার হাই কোর্টের সামনে থেকে মামলার এজাহারভুক্ত আসামি ২ ইউপি চেয়ারম্যানসহ তিন জনকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, নান্দাইল উপজেলা সদরে গত ২০ নভেম্বর বৃহস্পতিবার পৌর আওয়ামী লীগের কর্মী সম্মেলনকে কেন্দ্র করে বর্তমান সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন ও সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) এম এ সালাম গ্রুপের মাঝে সংঘর্ষে উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ভুইয়ার ভাই আওয়ামী লীগ নেতা আবুল মনসুর ভুইয়া নিহত ও পুলিশসহ ২০ জন নেতাকর্মীরা আহত হয়।
এ ঘটনায় নিহতের ছোট ভাই সিরাজুল ইসলাম ভুইয়া বাদী হয়ে ৪৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৫০ জনের নামে নান্দাইল মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলাটি জেলা গোয়োন্দা পুলিশ তদন্ত করছে।