ঢাকা : নারায়ণগঞ্জের সেভেন মার্ডারের সঙ্গে র্যাব-১১ এর তৎকালীন অধিনায়ক লে. কর্নেল (অব.) তারেক সাঈদ মোহাম্মদ, মেজর (অব.) আরিফ হোসেন, লে. কমান্ডার মাসুদ রানাসহ ২১ জন জড়িত।
সাত খুনের ঘটনায় র্যাবের তদন্ত কমিটির প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। গত রোববার এই তদন্ত প্রতিবেদন অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে জমা দেয় র্যাবের তদন্ত কমিটি।
র্যাব সূত্রে জানা যায়, ক্ষমতার দ্বন্দ্বে কাউন্সিলর নূর হোসেন প্যানেল মেয়র নজরুল ইসলামকে অপহরণ ও হত্যার পরিকল্পনা করে। নজরুলসহ পাঁচজন অপহরণের সময় এডভোকেট চন্দন কুমার সরকার এবং তার গাড়ি চালক দেখে ফেলেন। এ কারণে তাদেরকেও অপহরণ করা হয়।
এই অপারেশন বাস্তবায়নের জন্য নারায়ণগঞ্জ কোর্টে নজরদারি, অপহরণ স্থলে যাওয়া, চোখ বাঁধা, নরসিংদী পর্যন্ত যাওয়া, ইনজেকশন পুশ করা, অপহৃতদের মুখে পলিথিন পেচানো, ইটের বস্তা, রশি জোগাড় করা, কাঁচপুরের ব্রিজের নীচে ল্যান্ডিং স্টেশনে পৌঁছানো, গাড়ি থেকে লাশগুলো নামানো, ইটের বস্তা ও লাশগুলো ট্রলারে ওঠানো এবং লাশগুলোর পেট ফুটো করে নদীতে ডুবে দেয়ার জন্য পর্যায়ক্রমিক কাজগুলো সম্পন্ন করা হয়।
আর এসব কাজে জড়িত ছিল র্যাব-১১ তৎকালীন অধিনায়ক লে. কর্নেল (অব.) তারেক সাঈদ মোহাম্মদ, মেজর (অব.) আরিফ হোসেন ও লে. কামন্ডার মাসুদ রানাসহ ২১ জন।
প্রতিবেদন দাখিলের আগে র্যাবের তদন্ত কমিটি নিহত প্যানেল মেয়র নজরুল ইসলামের শ্বশুর শহিদুল ইসলাম, নজরুলের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি, র্যাবের মহাপরিচালক মোখলেছুর রহমান, অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসান, পরিচালক (অপারেশন্স) লে. কর্নেল রিয়াজুর রহমান, গোয়েন্দা শাখার পরিচালক লে. কর্নেল মোহাম্মদ আবুল কালাম আজাদ, র্যাব-১১ তৎকালীন অধিনায়ক লে.কর্নেল (অব.) তারেক সাঈদ মোহাম্মদ, মেজর (অব.) আরিফ হোসেন, লে. কমান্ডার (অব.) মাসুদ রানা, ল্যান্স নায়েক বেলাল হোসেন, এসআই পূর্ণেন্দু বালা, হাবিলদার এমদাদুল হক, কনস্টেবল শিহাব উদ্দিন, ল্যান্স নায়েক বেলাল হোসেনসহ ৯১ জনের জবানবন্দী ও বক্তব্য নেয়।
তদন্ত প্রতিবেদনে বলা হয়, নারায়ণগঞ্জে প্যানেল মেয়র নজরুল ইসলামসহ ৭ জনকে অপহরণের পর র্যাব-১১ এর তৎকালীন অধিনায়ক লে. কর্নেল (অব.) তারেক সাঈদ মোহাম্মদের কাছে র্যাব সদর দফতর বিষয়টি জানতে চায়।
তারেক সাঈদ জানান, বিষয়টি সম্পর্কে তিনি অবগত হয়েছেন। তবে কে বা কারা অপহরণ করেছে তা তখনও তিনি জানতে পারেননি। তিনি ঘটনা উদঘাটনের চেষ্টা করছেন।
র্যাব সদর দফতর এ ঘটনা জানার সঙ্গে সঙ্গে রহস্য উদঘাটনের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে। র্যাব গোয়েন্দা শাখাকে কাজে লাগিয়ে অতি অল্প সময়ে সংঘটিত ঘটনাটির সঙ্গে জড়িতদের সনাক্ত করে। র্যাব সদর দফতর উদ্ধারের তৎপরতা অব্যাহত রাখলেও র্যাব-১১ এর তৎকালীন অধিনায়ক তথ্য গোপন করায় র্যাব সদর দফতর বিভ্রান্ত হয়। তথ্য গোপন রাখায় অপহৃতদের জীবিত উদ্ধার প্রচেষ্টা ব্যর্থ হয়।
নারায়ণগঞ্জের ৭ খুনের ঘটনা তদন্তে র্যাব গত ৫ মে হাইকোর্টের নির্দেশে একটি তদন্ত কমিটি গঠন করে। র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডিআইজি আফতাব উদ্দিন আহমেদকে প্রধান করে গঠিত কমিটির অন্য সদস্যরা ছিলেন; র্যাব-১০ এর অধিনায়ক লে. কর্নেল গোলাম সারোয়ার, র্যাব-৩ এর মেজর সাদিকুর রহমান ও র্যাব-১০ এর এএসপি সাজ্জাদ হোসেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান