ঢাকা: দ্বিতীয় দফায় ঢাকা সফরে এসে কি বার্তা পাচ্ছেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল- ঘুরেফিরে এ প্রশ্নই এখন জোরালো হচ্ছে বিভিন্ন মহলে। গত ৫ জানুয়ারির নির্বাচনের পর বাংলাদেশের রাজনীতিতে প্রচ্ছন্ন প্রভাব বিস্তারকারী মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে চলে নানা হিসাব-নিকাশ। নিশা দেশাইয়ের এবারের সফরের মধ্যদিয়ে সে হিসাব আরো জটিল হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে আগামীকাল শুক্রবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে আর পূর্ব নির্ধারিত বৈঠক ইতোমধ্যে রাজনৈতিক মহলে আকর্ষণ সৃষ্টি করেছে।
বিএনপি দলীয় সূত্র জানায়, আগামীকাল সন্ধ্যা ৬ টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করবেন নিশা দেশাই। ৫ জানুয়ারির নির্বাচনের আগে বাংলাদেশের রাজনৈতিক সংকট নিয়ে নানা তৎপরতার পর ব্যর্থ নিশা এক বছরের মাথায় ফের ঢাকা সফরে আসলেন। সফরে তিনি সরকারী কর্মকর্তা, ব্যবসায়িক সম্প্রদায়, তৈরী পোশাক খাতের প্রতিনিধি ও বিরোধীদলীয় নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ করবেন। ঢাকার অদূরে গাজীপুরে মার্কিন সহায়তায় পরিচালিত কয়েকটি উন্নয়ন প্রকল্পও পরিদর্শনের কথা রয়েছে তার।
এদিকে তার ঢাকা সফরকে কেন্দ্র করে বিএনপির মধ্যে ব্যাপক প্রস্তুতি রয়েছে বলে জানা গেছে। বিশেষ করে বিরোধী দলহীন ওই নির্বাচনের পর দেশের সার্বিক গণতান্ত্রিক পরিবেশ সম্পর্কে মার্কিন প্রতিনিধিকে দলটির পক্ষ থেকে অবহিত করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। সেই সঙ্গে অল্পদিনের মধ্যে একটি অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে দেশের সাধারণ মানুষের মধ্যে যে প্রবল আকাঙ্খা রয়ে সে বিষয়টিও তাকে বোঝাতে চাইবেন দলটির নেতারা।
সূত্র জানায়, সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘ বার্ষিক সাধারণ অধিবেশন, তার আগে ইতালিতে এশিয়া-ইউরোপ সম্মেলন এবং লন্ডনে গার্ল সামিটে অংশ নিয়ে ইউরোপের বেশ কয়েকটি দেশের সরকার প্রধানের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকগুলোয় বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্কের ধারাবাহিকতা অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয় বন্ধু রাষ্ট্রগুলোর পক্ষ থেকে। তবে দশম জাতীয় সংসদ নির্বাচন এবং ওই নির্বাচনের মাধ্যমে গঠিত সরকার বিষয়ে পশ্চিমাদের মনোভাবে কোনো পরিবর্তন হয়নি। ঢাকার কূটনৈতিক সূত্রগুলো বলছে, পরপর বেশ কয়েকটি বিদেশ সফরের মাধ্যমে সরকার সে সময় তার ভাবমূর্তি প্রতিষ্ঠায় সফলতা দেখাতে পারলেও ধীরে ধীরে আবারো একতরফা ওই নির্বাচন প্রসঙ্গটি সামনে চলে আসছে। এ অবস্থায় বাংলাদেশের রাজনৈতিক সংকট নিরসনে গত বছর ঢাকায় ব্যাপক প্রচেষ্টা চালানো মার্কিন এই মন্ত্রীর সফর গুরুত্ব বহন করে। তারা খালেদা জিয়ার সঙ্গে নিশা দেশাই বিসওয়ালের আগামী কালের বৈঠককে বিএনপির জন্য ‘তাৎপর্যপূর্ণ‘ হিসেবে মনে করছেন। নতুন বছর বিএনপি-জামায়াত মিলে সরকার বিরোধী আন্দোলনের যে পরিকল্পনা রয়েছে এ বৈঠকের ওপর তার অনেক কিছুই নির্ভর করছে বলে বিশেষজ্ঞদের ধারণা।
এদিকে মার্কিন মন্ত্রীর এ সফরকে নিয়মিত কর্মসূচী হিসেবেই দেখছেন পররাষ্ট্র কর্মকর্তারা। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, নিশা দেশাই যে মুহূর্তে ঢকায় এলেন সে সময় সরকারের একটি বড় অংশই দেশের বাইরে। তাই সরকারের পক্ষ থেকে তার সফরকে খুব বেশি গুরুত্ব দেওয়া সম্ভব হচ্ছে না। ওবামা প্রশাসনের প্রতিনিধি হিসেবে তিনি একটি নির্দিষ্ট বিরতিতে নির্ধারিত দেশগুলো সফর করবেন এটিই স্বাভাবিক।