ঢাকা : রাজধানীর কল্যাণপুর থেকে রাব্বী নামে এক বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে গত ১৯ নভেম্বর অপহরণের পর নির্মমভাবে হত্যার সঙ্গে সরাসরি জড়িত থাকায় ৩ জনকে গ্রেফতার করেছে র্যাব-৪। গ্রেফতারকৃতরা হলেন শাহ নুর শেখ (২২), বিপ্লব মোল্লা (২৮), রাজা প্রামানিক (৩৮)।
বৃহস্পতিবার দিবাগত রাতে তাদের গ্রেফতার করা হয়।
র্যাবের মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক মাকসুদুল আলম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত ওই ৩ জন অপহরণ ও হত্যার সঙ্গে সরাসরি জড়িত ছিল।
উল্লেখ্য গত ১৯ নভেম্বর অপহরণ হওয়ার পর পাবনার সাথিয়ায় একটি বিল থেকে রাব্বির লাশ উদ্ধার করা হয়। রাব্বি ধানমন্ডির ইনস্টিটিউট অব সাইন্স এন্ড টেকনোলোজির বিবিএর ছাত্র ছিলেন।
তিনি আরো জানান, গ্রেফতারকৃতরা মাদক ব্যবসার সাথে জড়িত।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান