অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo রংপুর বিভাগীয় পর্যায়ে হাতের লেখা প্রতিযোগীতায় ১ম স্থান লালমনিরহাটের শিবরাম!  Logo পাটগ্রাম  উপজেলা পরিষদের  পক্ষ থেকে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে  বাইসাইকেল বিতরণ Logo মেয়েকে হত্যা করে মায়ের আত্মহত্যা মরদেহের পাশ থেকে চিরকুট উদ্ধার Logo বগুড়ায় মাকে হত্যার দায়ে ছেলে সাদ ৩ দিনের রিমান্ডে Logo জমা টাকার বদলে হুমকি অভিযোগের ৭দিন পরেও ব্যবস্থা নেয়নি সমবায় দপ্তর Logo জোয়ারসাহারায় বিআরটিএ এর ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা কেন্দ্র পরিদর্শন বিপ্লবী ছাত্র জনতার Logo লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ শ্রমিক নিহত Logo সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো নেশা তুহিনের Logo ৭ই নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত। Logo বিআরটিএতে লটারি’র মাধ্যমে ৩৭ জন মোটরযান পরিদর্শক বদলি

‘মানুষ যে কঠোর আন্দোলন চাচ্ছে সেটি সময় এলেই হবে’

ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আন্দোলনের পরিবর্তে আন্দোলনের শপথের কথা আমরা বলছি রাজনৈতিক অলঙ্কার হিসেবে। আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার কথা আমরা বারবার বলছি। আন্দোলনে তো আমাদের আসতেই হবে। এর কোনো বিকল্প নেই এবং আন্দোলনে আমরা আছি। মানুষ যে কঠোর কঠিন আন্দোলন চাচ্ছে সেটি সময় এলেই হবে। আন্দোলনের কতগুলো পর্যায় আছে, সেই পর্যায়গুলো আমরা পার করছি। আমরা জনগণকে সম্পৃক্ত করছি জনসভাগুলোর মধ্য দিয়ে। এরই মধ্যে সরকার যদি দাবিগুলো মেনে না নেয় তবে আমাদের সেই কঠিন আন্দোলন করতেই হবে।”

একান্ত সাক্ষাৎকারে এক প্রশ্নের জবাবে ফখরুল এসব কথা বলেন।

সরকারের এক বছরের মূল্যায়ন করতে গিয়ে ফখরুল বলেন, “এটি অনৈতিক অবৈধ সরকার। প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে বসে আছে। এটিকে তো আমার বলছি দখলদার সরকার। এটি কোনো বৈধ এবং নৈতিক সরকার নয়। দেশের কোনো মানুষ যেমন ৫ জানুয়ারির নির্বাচন গ্রহণ করেনি তেমনি বিদেশের কোনো গণতান্ত্রিক রাষ্ট্রও এটিকে গ্রহণ করেনি। পরিষ্কার করে বলেছে যে, নির্বাচন সুষ্ঠু হয়নি। এ জন্য তারা বলেছে অতি দ্রুত সংলাপের মাধ্যমে আলাপ-আলোচনা করে একটি গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করুন। কিন্তু এখন পর্যন্ত তারা ক্ষমতা দখল করে বসে আছে। এখন পর্যন্ত তারা বিশ্ব জনমত এবং বাংলাদেশের জনগণের কাছে নতি স্বীকার করেনি।”

তিনি বলেন, “বাংলাদেশের ইতিহাসে এ ধরনের সরকার বেশি দিন টিকতে পারে না। আমরা বিরোধী দলে আছি। আমাদের বিশদলীয় জোটের পক্ষ থেকে জনসংযোগ করছি। আমরা জনগণের কাছে যাচ্ছি। বিভিন্ন জায়গায় আমরা জনসভা করছি। এরপর আমরা এই অনৈতিক সরকারকে বলব তোমরা দ্রুত একটি গ্রহণযোগ নির্বাচনের ব্যবস্থা কর। তা না হলে তীব্র আন্দোলনের দিকেই যাবো আমরা “

বিএনপির প্রতি জনগণের আন্দোলনে চাপ আছে, সেই সাথে তাদের আশঙ্কাও আছে বিএনপি আন্দোলন করতে পারবে কি না…এমন প্রশ্নের জবাবে ফখরুল বলেন, “না এটি সঠিক না। আপনারা দেখেছেন যে, বিগত ৫ জানুয়ারির নির্বাচন বন্ধ করার জন্য আন্দোলন করেছি। সে সময় সারা দেশ তিন মাস অচল হয়েছিল। রাজধানী ঢাকা কার্যত বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল পুরো বাংলাদেশ থেকে। গণতান্ত্রিক আন্দোলন নিয়ে যখন ফ্যাসিস্ট শক্তির সাথে মোকাবেলা করতে হয়, তখন সেটি সহজ হয় না। বরং অত্যন্ত কষ্টসাধ্য হয় এবং জনগণকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়। ইতোমধ্যে জনগণ কিন্তু অনেক ত্যাগ স্বীকার করেছে। আপনারা দেখেছেন যে, ওই তিন মাসের আন্দোলনে আমাদের দলেরই শুধু ৩১০ জনের প্রাণ গেছে। অন্যান্য দলেরও আছে। জামায়াতে ইসলামীর আছে। শরিক দলগুলোর রয়েছে। সব মিলিয়ে কমপক্ষে ৬০০ ব্যক্তির প্রাণ গেছে। এতগুলো প্রাণ কিন্তু কোনো আন্দোলনে যায়নি। বিএনপিরই শুধু ৬৫ জন গুম হয়েছে। ঢাকা সিটিতেই নিখোঁজ ২৫ জন। এই যে ফ্যাসিবাদ, নির্মম নিষ্ঠুর দলন-নিপীড়ন এটি অতীতে কিন্তু আমরা কখনো দেখিনি। এ ধরনের দলন নিপীড়নের মধ্য দিয়ে জনগণের চূড়ান্ত বিজয় অর্জনে হয়তো সময় একটু সময় লাগতে পারে; কিন্তু আমরা বিশ্বাস করি খুব বেশি সময় লাগবে না। এই সরকারের বিরুদ্ধে জনগণের চূড়ান্ত যে আন্দোলন হবে তাতে করে সরকারের পতন হবে।”

৫ জানুয়ারির নির্বাচনের পর বিএনপির হঠাৎ করে আন্দোলন থেকে পিছিয়ে আসা প্রসঙ্গে ফখরুল বলেন, “প্রশ্ন থাকতেই পারে। এটি জনগণের অতীত অভিজ্ঞতা। অতীতে আওয়ামী লীগ আমাদের (বিএনপির) বিরুদ্ধে আন্দোলন করেছিল তাদের জোট নিয়ে। ১৫ ফেব্রুয়ারি নির্বাচনের পরে তারা (আওয়ামী লীগ) আন্দোলন চালিয়ে গেছে। তার সাথে পার্থক্যটা কোথায়? আমরা কিন্তু তখন প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম যে, ওই নির্বাচনটা ছিল একটি সাংবিধানিক বাধ্যবাধকতার নির্বাচন। তারপর কিন্তু আমরা নিজেরাই তত্ত্বাবধায়ক সরকারের বিধান তৈরি করেছি এবং সেটি সংসদে অতি দ্রুত পাস করেছি। কোনো চাপে পড়ে নয়। আমরা আমাদের প্রতিশ্রুতি পূরণ করেছি।”

তিনি বলেন, “কিন্তু ৫ জানুয়ারির নির্বাচনের পরে যে ব্যাপারটা ছিল তা হচ্ছে- আমরা নির্বাচন বর্জনের আন্দোলন করেছি এবং সফল হয়েছি। একশত ভাগ সফল হয়েছি। কেননা ১৫৩টি আসনে নৈতিকতা এবং গণতান্ত্রিক রীতিনীতিকে বিসর্জন দিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ‘নির্বাচিত’ ঘোষণা করতে হয়েছে। এরপর এরশাদ সাহেবকে নিয়ে টানাহেঁচড়া করেছে। ১৪৭টি আসনের যে নির্বাচন সেখানেও ৫ শতাংশ ভোটারও ভোট কেন্দ্রে যায়নি। সুতরাং ওই সময়ে আন্দোলন চালিয়ে যাওয়াটা একটু কষ্টসাধ্য ছিল। এ জন্য যে, একটানা তিন মাস গণতান্ত্রিক আন্দোলনকে চালিয়ে যাওয়া একটি কষ্টকর কাজ। তারপরও আমরা ভেবে দেখেছি এবং সময় নিয়েছি যে, পরবর্তী সময় আবার আন্দোলন করব। এখন সেটিই আমরা করতে যাচ্ছি।”

অনেকে এমন কথা বলছেন যে দেশের অবস্থা যদি নাজুকই হয় তাহলে দেশের মানুষ কেন রাস্তায় নামছে না? এই প্রশ্নের জবাবে বিএনপির এই মুখপাত্র বলেন, “জনগণ রাস্তায় নামছে না বলতে তারা কী বুঝাচ্ছে? কখনোই কোনো দেশে কিন্তু জনগণ হঠাৎ করেই রাস্তায় নেমে পড়েনি। তখনই নামে যখন দেখা যায় যে, গণতন্ত্রের সব পক্ষগুলো এক হয়ে জনগণের পক্ষে নামছে তখন জনগণ নামে। এখন আমরা কাজ করছি জনগণের কাছে যাচ্ছি। গণতন্ত্রের প্রশ্নে একটি জাতীয় ঐক্য গড়ে তোলার জন্য। আমরা সব গণতান্ত্রিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ করে এই আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে যেতে চাচ্ছি। এটা হচ্ছে আমাদের লক্ষ্য। কারণটা হচ্ছেÑ আজকে শুধু বিএনপি বিপদগ্রস্ত তা কিন্তু নয়। সমগ্র গণতান্ত্রিক শক্তি আজ বিপদগ্রস্ত। ব্যাপারটা হচ্ছে তথাকথিত বুদ্ধিজীবী যারা আওয়ামী লীগের পক্ষে কথা বলছেন তারা কেউই গণতন্ত্রে বিশ্বাস করে না। এই নির্বাচনকে কোনো গণতন্ত্রমনস্ক লোক সমর্থন দিতে পারে না। কারণ এই নির্বাচনের নৈতিকতার কোনো ভিত্তি নেই। এই নির্বাচন ছিল প্রতারণামূলক নির্বাচন। অনেকে এটাকে খেলার সাথে তুলনা করে যে, ‘তোমরা খেলা খেলতে আস নাই আমরা ওয়াক ওভার নিয়ে গেছি।’ গণতন্ত্র বাংলাদেশের মানুষের ভবিষ্যৎ, রাষ্ট্রের ভবিষ্যৎ। সুতরাং আমরা বারবার বলার চেষ্টা করছি- ইট ইজ নট এ গেম। এটা মানুষের ভবিষ্যৎ। এখানে সংবিধান লঙ্ঘন হয়েছে। আমি ভোট দিতে পারিনি। দেশের অর্ধেকের বেশি মানুষ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। সুতরাং সংবিধান লঙ্ঘন হয়েছে। এটাকে হালকা করে দেখার তো কোনো কারণ নেই।”

Tag :
জনপ্রিয় সংবাদ

রংপুর বিভাগীয় পর্যায়ে হাতের লেখা প্রতিযোগীতায় ১ম স্থান লালমনিরহাটের শিবরাম! 

‘মানুষ যে কঠোর আন্দোলন চাচ্ছে সেটি সময় এলেই হবে’

আপডেট টাইম : ০৬:০৫:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০১৪

ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আন্দোলনের পরিবর্তে আন্দোলনের শপথের কথা আমরা বলছি রাজনৈতিক অলঙ্কার হিসেবে। আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার কথা আমরা বারবার বলছি। আন্দোলনে তো আমাদের আসতেই হবে। এর কোনো বিকল্প নেই এবং আন্দোলনে আমরা আছি। মানুষ যে কঠোর কঠিন আন্দোলন চাচ্ছে সেটি সময় এলেই হবে। আন্দোলনের কতগুলো পর্যায় আছে, সেই পর্যায়গুলো আমরা পার করছি। আমরা জনগণকে সম্পৃক্ত করছি জনসভাগুলোর মধ্য দিয়ে। এরই মধ্যে সরকার যদি দাবিগুলো মেনে না নেয় তবে আমাদের সেই কঠিন আন্দোলন করতেই হবে।”

একান্ত সাক্ষাৎকারে এক প্রশ্নের জবাবে ফখরুল এসব কথা বলেন।

সরকারের এক বছরের মূল্যায়ন করতে গিয়ে ফখরুল বলেন, “এটি অনৈতিক অবৈধ সরকার। প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে বসে আছে। এটিকে তো আমার বলছি দখলদার সরকার। এটি কোনো বৈধ এবং নৈতিক সরকার নয়। দেশের কোনো মানুষ যেমন ৫ জানুয়ারির নির্বাচন গ্রহণ করেনি তেমনি বিদেশের কোনো গণতান্ত্রিক রাষ্ট্রও এটিকে গ্রহণ করেনি। পরিষ্কার করে বলেছে যে, নির্বাচন সুষ্ঠু হয়নি। এ জন্য তারা বলেছে অতি দ্রুত সংলাপের মাধ্যমে আলাপ-আলোচনা করে একটি গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করুন। কিন্তু এখন পর্যন্ত তারা ক্ষমতা দখল করে বসে আছে। এখন পর্যন্ত তারা বিশ্ব জনমত এবং বাংলাদেশের জনগণের কাছে নতি স্বীকার করেনি।”

তিনি বলেন, “বাংলাদেশের ইতিহাসে এ ধরনের সরকার বেশি দিন টিকতে পারে না। আমরা বিরোধী দলে আছি। আমাদের বিশদলীয় জোটের পক্ষ থেকে জনসংযোগ করছি। আমরা জনগণের কাছে যাচ্ছি। বিভিন্ন জায়গায় আমরা জনসভা করছি। এরপর আমরা এই অনৈতিক সরকারকে বলব তোমরা দ্রুত একটি গ্রহণযোগ নির্বাচনের ব্যবস্থা কর। তা না হলে তীব্র আন্দোলনের দিকেই যাবো আমরা “

বিএনপির প্রতি জনগণের আন্দোলনে চাপ আছে, সেই সাথে তাদের আশঙ্কাও আছে বিএনপি আন্দোলন করতে পারবে কি না…এমন প্রশ্নের জবাবে ফখরুল বলেন, “না এটি সঠিক না। আপনারা দেখেছেন যে, বিগত ৫ জানুয়ারির নির্বাচন বন্ধ করার জন্য আন্দোলন করেছি। সে সময় সারা দেশ তিন মাস অচল হয়েছিল। রাজধানী ঢাকা কার্যত বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল পুরো বাংলাদেশ থেকে। গণতান্ত্রিক আন্দোলন নিয়ে যখন ফ্যাসিস্ট শক্তির সাথে মোকাবেলা করতে হয়, তখন সেটি সহজ হয় না। বরং অত্যন্ত কষ্টসাধ্য হয় এবং জনগণকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়। ইতোমধ্যে জনগণ কিন্তু অনেক ত্যাগ স্বীকার করেছে। আপনারা দেখেছেন যে, ওই তিন মাসের আন্দোলনে আমাদের দলেরই শুধু ৩১০ জনের প্রাণ গেছে। অন্যান্য দলেরও আছে। জামায়াতে ইসলামীর আছে। শরিক দলগুলোর রয়েছে। সব মিলিয়ে কমপক্ষে ৬০০ ব্যক্তির প্রাণ গেছে। এতগুলো প্রাণ কিন্তু কোনো আন্দোলনে যায়নি। বিএনপিরই শুধু ৬৫ জন গুম হয়েছে। ঢাকা সিটিতেই নিখোঁজ ২৫ জন। এই যে ফ্যাসিবাদ, নির্মম নিষ্ঠুর দলন-নিপীড়ন এটি অতীতে কিন্তু আমরা কখনো দেখিনি। এ ধরনের দলন নিপীড়নের মধ্য দিয়ে জনগণের চূড়ান্ত বিজয় অর্জনে হয়তো সময় একটু সময় লাগতে পারে; কিন্তু আমরা বিশ্বাস করি খুব বেশি সময় লাগবে না। এই সরকারের বিরুদ্ধে জনগণের চূড়ান্ত যে আন্দোলন হবে তাতে করে সরকারের পতন হবে।”

৫ জানুয়ারির নির্বাচনের পর বিএনপির হঠাৎ করে আন্দোলন থেকে পিছিয়ে আসা প্রসঙ্গে ফখরুল বলেন, “প্রশ্ন থাকতেই পারে। এটি জনগণের অতীত অভিজ্ঞতা। অতীতে আওয়ামী লীগ আমাদের (বিএনপির) বিরুদ্ধে আন্দোলন করেছিল তাদের জোট নিয়ে। ১৫ ফেব্রুয়ারি নির্বাচনের পরে তারা (আওয়ামী লীগ) আন্দোলন চালিয়ে গেছে। তার সাথে পার্থক্যটা কোথায়? আমরা কিন্তু তখন প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম যে, ওই নির্বাচনটা ছিল একটি সাংবিধানিক বাধ্যবাধকতার নির্বাচন। তারপর কিন্তু আমরা নিজেরাই তত্ত্বাবধায়ক সরকারের বিধান তৈরি করেছি এবং সেটি সংসদে অতি দ্রুত পাস করেছি। কোনো চাপে পড়ে নয়। আমরা আমাদের প্রতিশ্রুতি পূরণ করেছি।”

তিনি বলেন, “কিন্তু ৫ জানুয়ারির নির্বাচনের পরে যে ব্যাপারটা ছিল তা হচ্ছে- আমরা নির্বাচন বর্জনের আন্দোলন করেছি এবং সফল হয়েছি। একশত ভাগ সফল হয়েছি। কেননা ১৫৩টি আসনে নৈতিকতা এবং গণতান্ত্রিক রীতিনীতিকে বিসর্জন দিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ‘নির্বাচিত’ ঘোষণা করতে হয়েছে। এরপর এরশাদ সাহেবকে নিয়ে টানাহেঁচড়া করেছে। ১৪৭টি আসনের যে নির্বাচন সেখানেও ৫ শতাংশ ভোটারও ভোট কেন্দ্রে যায়নি। সুতরাং ওই সময়ে আন্দোলন চালিয়ে যাওয়াটা একটু কষ্টসাধ্য ছিল। এ জন্য যে, একটানা তিন মাস গণতান্ত্রিক আন্দোলনকে চালিয়ে যাওয়া একটি কষ্টকর কাজ। তারপরও আমরা ভেবে দেখেছি এবং সময় নিয়েছি যে, পরবর্তী সময় আবার আন্দোলন করব। এখন সেটিই আমরা করতে যাচ্ছি।”

অনেকে এমন কথা বলছেন যে দেশের অবস্থা যদি নাজুকই হয় তাহলে দেশের মানুষ কেন রাস্তায় নামছে না? এই প্রশ্নের জবাবে বিএনপির এই মুখপাত্র বলেন, “জনগণ রাস্তায় নামছে না বলতে তারা কী বুঝাচ্ছে? কখনোই কোনো দেশে কিন্তু জনগণ হঠাৎ করেই রাস্তায় নেমে পড়েনি। তখনই নামে যখন দেখা যায় যে, গণতন্ত্রের সব পক্ষগুলো এক হয়ে জনগণের পক্ষে নামছে তখন জনগণ নামে। এখন আমরা কাজ করছি জনগণের কাছে যাচ্ছি। গণতন্ত্রের প্রশ্নে একটি জাতীয় ঐক্য গড়ে তোলার জন্য। আমরা সব গণতান্ত্রিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ করে এই আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে যেতে চাচ্ছি। এটা হচ্ছে আমাদের লক্ষ্য। কারণটা হচ্ছেÑ আজকে শুধু বিএনপি বিপদগ্রস্ত তা কিন্তু নয়। সমগ্র গণতান্ত্রিক শক্তি আজ বিপদগ্রস্ত। ব্যাপারটা হচ্ছে তথাকথিত বুদ্ধিজীবী যারা আওয়ামী লীগের পক্ষে কথা বলছেন তারা কেউই গণতন্ত্রে বিশ্বাস করে না। এই নির্বাচনকে কোনো গণতন্ত্রমনস্ক লোক সমর্থন দিতে পারে না। কারণ এই নির্বাচনের নৈতিকতার কোনো ভিত্তি নেই। এই নির্বাচন ছিল প্রতারণামূলক নির্বাচন। অনেকে এটাকে খেলার সাথে তুলনা করে যে, ‘তোমরা খেলা খেলতে আস নাই আমরা ওয়াক ওভার নিয়ে গেছি।’ গণতন্ত্র বাংলাদেশের মানুষের ভবিষ্যৎ, রাষ্ট্রের ভবিষ্যৎ। সুতরাং আমরা বারবার বলার চেষ্টা করছি- ইট ইজ নট এ গেম। এটা মানুষের ভবিষ্যৎ। এখানে সংবিধান লঙ্ঘন হয়েছে। আমি ভোট দিতে পারিনি। দেশের অর্ধেকের বেশি মানুষ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। সুতরাং সংবিধান লঙ্ঘন হয়েছে। এটাকে হালকা করে দেখার তো কোনো কারণ নেই।”