কক্সবাজার: কক্সবাজারের অদূরে বঙ্গোপসাগরে সিঙ্গাপুরগামী একটি জাহাজের ধাক্কায় এসভি বন্ধন নামের একটি মাছ ধরার ট্রলার (ফিশিং ভেসেল) ২৯ জন মাঝিমাল্লাসহ ডুবে গেছে। এ ঘটনায় তিনজনকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে একজন মারা গেছেন। এখন পর্যন্ত ২৬ জন নিখোঁজ রয়েছেন। উদ্ধারকাজে যোগ দিয়েছে নৌবাহিনীর জাহাজ সমুদ্র জয়।
বৃহস্পতিবার দিবাগত রাত তিনটা ১০ মিনিটের দিকে কক্সবাজারের অদূরে গভীর সমুদ্রে এ ঘটনা ঘটে।
জানা যায়, রাতে গভীর সমুদ্রে মাছ ধরার সময় সিঙ্গাপুরগামী একটি জাহাজ ট্রলারটিকে ধাক্কা দিলে এ ঘটনা ঘটে। মাছ ধরার সময় একপর্যায়ে জাহাজটি খুব কাছে চলে এলেও ট্রলার ঘুরিয়ে পাশ কাটানো সম্ভব হয়ে ওঠেনি।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান