কাঠমন্ডু: সব ইস্যুতে ভারতের সঙ্গে কার্যকর সংলাপে বসতে পাকিস্তান রাজি বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। বৃহস্পতিবার রাতে নেপালে সার্ক শীর্ষ সম্মেলন শেষে দেশে ফেরার মুহূর্তে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
পাকিস্তান প্রধানমন্ত্রী বলেন, “কাশ্মিরসহ সব ইস্যুতে ভারতের সঙ্গে সংলাপ চায় পাকিস্তান। তবে তা হতে হবে কার্যকর সংলাপ।”
তেহরিক ই ইনসাফ পার্টির চলমান আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, পাকিস্তানের মর্যাদা কিংবা ভাবমূর্তি কারো দ্বারা ক্ষুণ্ন হোক তিনি তা মেনে নেবেন না। বিক্ষোভে দেশের কোনো ক্ষতি হলে তা মানা হবে না।
জনগণ বিক্ষোভের জন্য ইমরান খানকে ভোট দেয়নি উল্লেখ করে নওয়াজ বলেন, “এটা ইমরানের দলীয় নয়, ব্যক্তিগত আন্দোলন। তার বিক্ষোভ জাতীয় উদ্দেশ্যে হলে, এসব করতে পারতেন না।”-ডন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান