ওয়াশিংটন: আফগানিস্তান থেকে যুদ্ধ বিমানের জাহাজ কাতারে সরিয়ে নিচ্ছে আমেরিকা। ইরাক ও সিরিয়ায় ইসলামিক স্টেটবিরোধী যুদ্ধে নিজেদের অবস্থান আরো শক্তিশালী করতে দেশটি এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।
আমেরিকান প্রভাবশালী দৈনিক নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, নতুন করে যুদ্ধ বিমান সরিয়ে নেয়া আমেরিকান সেনাবাহিনীর জন্য একটা চ্যালেঞ্জ।
সেনাবাহিনী সূত্র জানায়, “এ-১০ নামের ডজন খানেক যুদ্ধ বিমান সম্প্রতি আফগানিস্তান থেকে কুয়েতে সরিয়ে নেয়া হয়েছে। এ সপ্তাহের শুরুতে ইরাকে আইএস বিরোধী বিমান হামলায় এগুলো ব্যবহার করা হবে। আগামী কয়েক সপ্তাহেও আফগানিস্তান থেকে আরো কিছু মিসাইল ফায়ারিং ড্রোন সরিয়ে নিবে আমেরিকা।”
নিউ ইয়র্ক টাইমস জানায়, কাতারের আল-উদিব বিমান ঘাঁটিতে আরো একটি বিশেষজ্ঞ দল ও সমরাস্ত্র সরঞ্জাম পাঠাবে আমেরিকা। কাতার থেকে বিমান হামলা চালনোর জন্য তিন মাসের একটি পরিকল্পনা রয়েছে। যার মাধ্যমে প্রতি চারটি বিমান হামলার একটি চালানো হবে কাতার ঘাঁটি থেকে। -ডন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান