কাঠমান্ডু, নেপাল থেকে : নেপাল ছাড়া শুরু করেছেন সার্ক শীর্ষ নেতারা। সর্বপ্রথম নেপাল ছাড়লেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপরেই ত্রিভূবন বিমানবন্দর ত্যাগ করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। জানা গেছে, শুক্রবার নেপাল থেকে ঢাকায় আসবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
২৬ নভেম্বর পাকিস্তানের প্রধানমন্ত্রী ও ভারতের প্রধানমন্ত্রী প্রায় একই সময়ে নেপালে এসেছিলেন। যাওয়ার সময়েও ঘটল একই রকম চিত্র। দু’সরকার প্রধানই কাছাকাছি সময়ে নেপাল ত্যাগ করেন।
বিমনানবন্দর ত্যাগ করার সময় সকল প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপ্রধানকে সম্মিলিত সামরিক বাহিনী কুচ-কাওয়াজ প্রদর্শন করেন। এ সময় গার্ড অব অনার প্রদান করা হয় সার্ক শীর্ষ নেতাদের।
১৮তম সার্ক শীর্ষ সম্মেলন উপলক্ষে নেপালের কাঠমান্ডুতে এসেছিলেন সার্কভুক্ত আট দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা। ২৬ ও ২৭ নভেম্বর দুইদিন নেপালে অবস্থান করে কাঠমান্ডু থেকে বিদায় নেয়া শুরু করেছেন তারা।
আজ রাতেই কাঠমান্ডু ছাড়ছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহেন্দ্র রাজা পাকসে ও মালদ্বীপের প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান