বেরোবি : বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মোর্শেদ-উল-আলম রনিকে লাঞ্ছিত করেছে আন্দোলনরত শিক্ষকরা।
বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে রেজিস্ট্রারের কার্যালয়ে এ ঘটনা ঘটে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অভিযোগ করে বলেন, আন্দোলনরত কিছু শিক্ষক দুপুরে আমার কক্ষে এসে শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের প্রশাসক কেন নিয়োগ দেওয়া হয়েছে জানতে চান। তারপর তারা এক পর্যায়ে আমার চেয়ারে আঘাত করেন।
তিনি আরো জানান, তারা আমাকে এ রেজিস্ট্রারের চেয়ার ছেড়ে দিয়ে চলে যেতে বলেন এবং আর যাতে এ চেয়ারে না বসি সে হুমকিও দেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রেজিস্ট্রারকে প্রশাসনিক ভবন থেকে নেওয়ার জন্য গাড়ি এলে কিছু কর্মকর্তা-কর্মচারীর চাপের মুখে গাড়ি দ্রুত স্থান ত্যাগ করতে বাধ্য হয়।
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. পরিমল চন্দ্র বর্মণ বলেন, আমরা তার কাছে জানতে চেয়েছি আমাদের পদত্যাগপত্র গ্রহণ না করে কিভাবে নতুন প্রভোস্ট নিয়োগ দেওয়া হলো।
তিনি আরো বলেন, আন্দোলনরত শিক্ষকরা তার কাছে জানতে চেয়েছেন তিনি বিশ্ববিদ্যালয়ের না উপাচার্যের রেজিস্ট্রার। এর উত্তরে তিনি বলেন, আমি উপাচার্যের রেজিস্ট্রার। তখনই আমরা তাকে চেয়ার ছেড়ে দিতে বলি।
তবে বিশ্ববিদ্যালয়ের গাড়িকে ধাওয়া করার বিষয়টা অস্বীকার করেছেন আন্দোলনকারী শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা।
এদিকে ক্রমান্বয়ে শিক্ষকদের আন্দোলনের সঙ্গে যোগ দিচ্ছে সাধারণ শিক্ষার্থীরা। তবে আন্দোলনকারী শিক্ষকরা আগামী রোববার মহাসমাবেশ করবেন বলে জানা যায়।