ঢাকা : রাজধানীর ধানমন্ডিতে সাবেক সংসদ সদস্য খান টিপু সুলতানের বাসায় তার পুত্রবধূ ডা. শামারুখ মাহজাবীন কনার মৃত্যুর ঘটনার সুষ্ঠ বিচার এবং পুনরায় ময়না তদন্তের দাবিতে যশোরের গাড়িখানা সড়কে মানববন্ধন ও সমাবেশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ যশোর জেলা শাখা।
তার সাথে শহরের আরো ১৮টি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এই মানবন্ধনে অংশ নেয়।
বৃহস্পতিবার বিকেল ৪ টা থেকে এ মানববন্ধন শুরু হয় এবং মাগরিবের আযান দিলে শেষ হয়।
নিহত কনার বাবা প্রকৌশলী নুরুল ইসলাম জানান, ময়না তদন্তের রিপোর্ট পাল্টে ফেলার আশঙ্কাই সত্য হলো। প্রভাবশালীদের চাপের মুখে নারকীয় হত্যাকাণ্ডকে আত্মহত্যা আখ্যা দিয়ে চিকিৎসকেরা ময়না তদন্তের রিপোর্ট দিয়েছে বলে তিনি দাবি করেন।
গত ১৩ নভেম্বর বৃহস্পতিবার ধানমন্ডির ৬ নম্বর রোডের ১৪ নম্বর খান টিপু সুলতানের বাসার বাথরুমে মাহজাবীন আত্মহত্যা করে মারা যান বলে দাবি করছে টিপু সুলতানের পরিবার।
কিন্তু কনার পরিবার দাবি করছেন এটা আত্মহত্যা নয় হত্যাকাণ্ড।
এদিকে ঢাকা মেডিকেল কলেজ থেকে ময়না তদন্তের রিপোর্ট বলছে কনা আত্মহত্যা করেছে, কিন্তু কনার বাবা নুরুল ইসলাম এ রিপোর্টের বিরুদ্ধে আদালতে আপিল করায়, আদালত ১৮ ডিসেম্ভরের মধ্যে লাশ উত্তোলন করে নতুন ময়না তদন্তে রিপোর্ট দেয়ার নির্দেশ দিয়েছেন যশোর জেলা প্রশাসককে।