ঢাকা : ডা. মিলনের মা সেলিনা আক্তার তার সন্তান হত্যার জন্য তৎকালীন স্বৈরাচারী সরকার এরশাদের বিচার চেয়েছেন।
তিনি শহীদ ডা. মিলনের ২৪তম শাহাদাৎ বার্ষিকীতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেননের উপস্থিতিতে এ দাবি জানান।
বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে বিএমএ আয়োজিত আলোচনা সভায় তিনি এ দাবি জানান।
বৃহস্পতিবার শহীদ ডা. মিলনের ২৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) এক আলোচনা সভার আয়োজন করে।
আলোচনা সভায় ডা. মিলনের মা সেলিনা আক্তার তার সন্তান হত্যার জন্য তৎকালীন স্বৈরাচারী সরকার এরশাদের বিচার চেয়ে বলেন, ১৯৯০ সালের এই দিনে স্বৈরাচার বিরোধী আন্দোলনের এক অগ্নিঝরা উত্তাল সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় স্বৈরশাসকদের লেলিয়ে দেওয়া সন্ত্রাসীদের গুলিতে নির্মমভাবে নিহত হয় ডা. শামসুল আলম খান মিলন। মিলনের রক্তের মধ্য দিয়ে সেদিনের স্বৈরাচার বিরোধী আন্দোলনের গতিবেগ সঞ্চারিত হয় এবং ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরশাসনের পতন ঘটে।