ঢাকা : বিশ্বকাপের আগে একটি ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ দলকে আমন্ত্রণ জানিয়েছিলো জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। কিন্তু সবদিক বিবেচনা করে জিম্বাবুয়ে সিরিজ খেলতে যাওয়া থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।
ধানমন্ডিতে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি বলেছেন, ‘জিম্বাবুয়ে আমাদেরকে তাদের মাটিতে খেলার জন্য আমন্ত্রণ জানিয়েছে। কিন্তু হিথ স্ট্রিকের (বাংলাদেশের বোলিং কোচ) কাছ থেকে জেনেছি যে, ওখানে নাকি অনেক বৃষ্টি হচ্ছে। কাজেই গেলেই যে সিডিউল মতো খেলা হবে এর কোন নিশ্চয়তা নেই। সেই জন্য সবদিক বিবেচান করে আমরা জিম্বাবুয়ে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান