লক্ষ্মীপুর : লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর এলাকায় শীর্ষ সন্ত্রাসী জুয়েল বাহিনীর সঙ্গে পুলিশের বন্ধুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ সাতজন আহত হয়েছে। এ সময় সন্ত্রাসী বাহিনীর প্রধান জুয়েলকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করেছে পুলিশ। পুলিশি প্রহরায় তাকে সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
বৃহস্পতিবার ভোররাতে উত্তর জয়পুর ইউনিয়নের জয়পুর গ্রামে এ বন্ধুকযুদ্ধের ঘটনাটি ঘটে।
এ সময় ডিবির এএসআই রনজিত কুমার, পুলিশ কনস্টেবল আমিনুল হক, মানিক চন্দ্র, জালাল উদ্দিনসহ চার পুলিশ ও তিন সন্ত্রাসী আহত হয়। আহত পুলিশ সদস্যেদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তবে তিন সন্ত্রাসী গ্রেফতার এড়াতে গোপনে অন্যত্র চিকিৎসা নিচ্ছে বলে জানা গেছে।
পুলিশ ঘটনাস্থল থেকে একটি এলজি ও ১২ রাউন্ড গুলি উদ্ধার করে।
পুলিশ সুপার শাহ মিজান সাফিউর রহমান জানান, ডাকাতি, চাঁদাবাজিসহ ১২ মামলার পলাতক আসামি ও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী জুয়েলকে গ্রেফতারের জন্য ভোররাতে সদর উপজেলার উত্তর জয়পুর এলাকায় পুলিশ অভিযান চালায়। এ সময় সন্ত্রাসী জুয়েল তার বাহিনীর লোকজন পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। পরে পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এতে সন্ত্রাসী ও পুলিশের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এসময় বাহিনী প্রধান জুয়েলকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়। ঘটনাস্থল থেকে একটি এলজি ও ১২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। সন্ত্রাসীদের হামলায় ৪ পুলিশ সদস্য আহত হয়েছে বলে দাবি করেন তিনি। অন্য সন্ত্রাসীদের গ্রেফতারের জন্য পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।