কাঠমান্ডু, নেপাল থেকে : অনেক আশা-নিরাশার পরে অবশেষে স্বাক্ষরিত হল সার্ক রাষ্ট্র সমূহের মধ্যে বিদ্যুৎ বিনিময় সংক্রান্ত চুক্তি। বিকেল সাড়ে চারটায় সমাপনী অধিবেশন শুরু হওয়ার পরে নেপালের প্রধানমন্ত্রী সুশীল কৈরালা পররাষ্ট্র মন্ত্রীদের চুক্তি সাক্ষরের জন্য আহবান জানান।
সার্কের ৪১তম সার্ক প্রোগ্রামিং কমিটি ও সার্ক কাউন্সিল অব মিনিস্টার সেশনেও চুক্তি সংক্রান্ত বিষয়ে সমাধান হয়নি। তবে সার্কের শীর্ষ নেতাদের বিজনেস সেশনে চুক্তি সংক্রান্ত ঐক্যমতে পৌঁছায় সার্কভূক্ত দেশগুলোর প্রধানরা।
অন্যদিকে সার্ক রাষ্ট্রগুলোর মধ্যে নিয়মিত যাত্রী ও পণ্য পরিবহণে সার্ক মোটরযান চুক্তি এবং আঞ্চলিক রেলওয়ে চুক্তি দুটি এবারের সম্মেলনে স্বাক্ষরিত হলনা।
‘শান্তি ও সমৃদ্ধির জন্য গভীর সংযোগ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেপালের কাঠমান্ডুতে হচ্ছে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা বা সাউথ এশিয়ান এসোশিয়েশন ফর রিজিওনাল কো-অপারেশন (সার্ক) এর ১৮তম সম্মেলন। বৃহস্পতিবার কাঠমান্ডু ঘোষণার মধ্য দিয়ে শেষ হচ্ছে সার্কের ১৮তম সম্মেলন।
৩য় বারের মত সার্ক সম্মেলনের আয়োজন করছে কাঠমান্ডু। ১৯৮৭ সালে প্রথম এবং দ্বিতীয়বার ২০০২ সালে সার্ক সম্মলেনর আয়োজন করেছিল দেশটি। সর্বশেষ সার্কের ১৭তম সম্মেলনটি হয়েছিল মালদ্বীপের আদ্দু সিটিতে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান