কাঠমান্ডু, নেপাল থেকে: চোখ ব্যথার কারণে সরকার প্রধানদের জন্য আয়োজিত অবকাশ কর্মসূচিতে যোগ দেননি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আগত ৫ সরকার ও রাষ্ট্রপ্রধান নেপালের হেলিকপ্টার ব্যবহার করলেও ভারতীয় প্রধানমন্ত্রী ব্যবহার করেছেন ভারতীয় বিমান বাহিনীর বিশেষ হেলিকপ্টার।
সার্ক সম্মেলনে আগত নেতাদের নিয়ে কাঠমান্ডু থেকে ৩০ কিলোমিটার দূরে ধুলিখেল এলাকায় অবকাশ যাপন ও পারস্পরিক দেখা সাক্ষাতে একান্ত পরিবেশ তৈরির জন্য বৃহস্পতিবার এ আয়োজন করা হয়।
শেখ হাসিনার চোখে ব্যথার কারণে সম্মিলিত এই অবকাশ যাপনে যাননি বলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে।
প্রধানমন্ত্রী হোটেল সল্ট্রির রিগ্যাল ভবনে আছেন। সেখানে তিনি পরবর্তী অনুষ্ঠান শুরু না হওয়া পর্যন্ত বিশ্রাম নেবেন বলে সূত্র জানায়।
তবে বৃহস্পতিবার বিকেলে কাঠমান্ডুর রাষ্ট্রীয় সভা গৃহতে অনুষ্ঠিত ১৮তম সার্ক সম্মেলনের সমাপনী পর্বে যোগ দেবেন তিনি।
আগত ৫ সরকার ও রাষ্ট্রপ্রধান নেপালের হেলিকপ্টার ব্যবহার করলেও ভারতীয় প্রধানমন্ত্রী ব্যবহার করেছেন ভারতীয় বিমানবাহিনীর বিশেষ হেলিকপ্টার।
বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য বরাদ্দ হেলিকপ্টারটি অলস হয়ে পড়ে থাকে ত্রিভূবন বিমান বন্দরে।
নেপালের প্রধানমন্ত্রী সুশিল কৈরালা, পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ, আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি, মালদ্বীপের প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামীন, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহেন্দ্র রাজাপাকসে এবং ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে নেপালের হেলিকপ্টার ব্যবহার করে অবকাশ কেন্দ্রে যান।
সেখানে থেকে তারা বিকেল সাড়ে তিনটায় ফিরবেন। বিমানবন্দরে নেমে চলে যাবেন রাষ্ট্রীয় সভা গৃহতে।