কাঠমান্ডু, নেপাল থেকে : ‘শান্তি ও সমৃদ্ধির জন্য গভীর সংযোগ’ এ প্রতিপাদ্যে নেপালে অনুষ্ঠিত হচ্ছে ১৮তম সার্ক শীর্ষ সম্মেলন। সার্কের এবারের থিম নিয়ে সমালোচনা এবং ভারত ও আফগানিস্তানের নির্বাচন নিয়ে কথা বললেও বাংলাদেশে ৫ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচন নিয়ে কোনো কথা বলেননি সার্কের পর্যবেক্ষক রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি নিশা দেশাই বিসওয়াল। বাংলাদেশে অনুষ্ঠিত গত ৫ জানুয়ারি (বিতর্কিত) নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রে অবস্থানের কোনো পরিবর্তন হয়নি।
নিশা তার বক্তব্যে বলেন, শুধু অর্থনৈতিক সংযোগ এ অঞ্চলের শান্তি ও উন্নয়নের জন্য যথেষ্ট নয়। সার্কের এবারের থিম (প্রতিপাদ্য) ‘শান্তি ও সমৃদ্ধির জন্য গভীর সংযোগ’ সময়োপযোগী হয়নি। এসময় ভারত এবং আফগানিস্তানের নির্বাচন নিয়ে কথা বললেও বাংলাদেশের নির্বাচন নিয়ে কোন কথা বলেননি নিশা ।
বুধবার কাঠমান্ডুতে অনুষ্ঠিত সার্ক শীর্ষ সম্মেলনের উদ্বোধনী পর্বে সদস্য রাষ্ট্রের পাশাপাশি বক্তব্য রাখে সার্কের পর্যবেক্ষক সদস্য রাষ্ট্রগুলো। এসময় যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দেশটির এসিসটেন্ট সেক্রেটারি অব স্টেট, ব্যুরো অব সাউথ এন্ড সেন্ট্রাল এশিয়ান এফেয়ার্সের নিশা দেশাই বিসওয়াল।
সার্কের এবারের থিমকে (প্রতিপাদ্য) ‘শান্তি ও সমৃদ্ধির জন্য গভীর সংযোগ’ সময়োপযোগী হয়নি উল্লেখ করে তিনি বলেন, এ অঞ্চলের প্রয়োজনের আলোকে তা যথার্থ নয়। সার্কের ভবিষ্যৎ আরো ভাল করতে সার্ক নেতাদের দৃঢ় সংকল্প এবং লক্ষ্যে পৌঁছাতে হবে।
ভারতের নির্বাচন সম্পর্কে তিনি বলেন, এটা একটা ইতিহাস। একটি দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে একাই সরকার গঠন করেছে। যে সরকার অংশগ্রহণমূলক উন্নয়নের মাধ্যমে একশত বিশ কোটি ভারতীয় জনগণের চাহিদা পূরণ করবে।
প্রসঙ্গত, চলতি বছরের ৫ জানুয়ারি বাংলাদেশে, জুলাই মাসে আফগানিস্তানে, এপ্রিল-মে মাসে ভারতে এবং ২০১৩ সালের নভেম্বরে নেপালে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়।
সার্কের দুটি দেশের নির্বাচন নিয়ে কথা বললেও কোনো কথা বলেননি বাংলাদেশের নির্বাচন নিয়ে। সদস্য রাষ্ট্রগুলোসহ পর্যবেক্ষক দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের বক্তব্য গভীর মনোযোগ দিয়ে শোনেন আগত অতিথিরা।
নিশা দেশাই বলেন, শুধু অর্থনৈতিক সংযোগ এ অঞ্চলের শান্তি ও উন্নয়নের জন্য যথেষ্ট নয়। সুশাসন ও জনগণের মৌলিক বিষয়ে এ অঞ্চলের রাষ্ট্রগুলো বিশেষ নজর দিবে তা সার্ককে নিশ্চিত করতে হবে। সার্কভুক্ত দেশসমূহে স্বচ্ছ, জাবাদিহি ও অংশগ্রহণমূলক সরকার ব্যবস্থা চালু এবং অর্থনৈতিক সংযোগ স্থাপন হলে এ অঞ্চলের সন্ত্রাসকে রুখে দিতে পারবে। সার্ক দক্ষিণ এশিয়ার জনগণকে একটি আশাবাদী ভবিষ্যৎ উপহার দিতে পারবে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরো বলেন, এ অঞ্চলের দুর্বল ও ক্ষণস্থায়ী গণতন্ত্রকে শক্তিশালী করতে দরকার সুশাসন, স্বচ্ছতা ও জাবাদিহিতা। প্রয়োজন পরিবেশের আলোকে টেকসই উন্নয়ন নীতিমালা গ্রহণ। অংশগ্রহণমূলক রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থা চালু করা। যা সবার জন্য সমান অধিকার, বিশেষ করে মহিলা এবং ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীকে সুবিধা দিতে পারবে বলে তিনি উল্লেখ করেন।
সম্ভাবনাময় ভবিষ্যতের সার্ক গড়তে মার্কিন যুক্তরাষ্ট্র সর্বাত্মক সহযোগিতা করবে। আমরা শুধু সার্কের সদস্য রাষ্ট্রগুলোর সঙ্গে আলাদাভাবে কাজ করবো না। যুক্তরাষ্ট্র চায় সার্কের লক্ষ্য অর্জনে সার্কের সঙ্গে যৌথভাবে কাজ করবে বলে উল্লেখ করেন নিশা।
২০০৭ সাল থেকে যুক্তরাষ্ট্র সার্কের পর্যবেক্ষক সদস্য। নিশা বলেন ২০৬০ সালের মধ্যে এশিয়া জনপ্রিয় অঞ্চলে পরিণত হবে।
তিনি সকল সরকার প্রধানদের দক্ষিণ এশিয়ার দেশসমূহের মধ্যে বাণিজ্য, ট্রানজিট, মালামাল পরিবহন এবং আরো সহজভাবে যাতে মানুষ চলাচল করতে পারে সে সুযোগ তৈরির আহ্বান জানান। বিদ্যুৎ এবং পানি বিনিময় এ অঞ্চলের রাষ্ট্রসমূহের মধ্যে সংযোগ স্থাপন করতে পারবে বলে মনে করেন তিনি।
ভারত-নেপালের মধ্যে বিদ্যুৎ, বাণিজ্য এবং পানি বিদ্যুৎ সংক্রান্ত সহযোগিতামূলক যে চুক্তি হয়েছে তা দেখে আমরা অভিভূত হয়েছি। আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সম্পাদিত বিদ্যুৎ চুক্তিটি সমর্থন করার মতো।
সার্কের সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সংযোগ, বিদ্যুৎ, পরিবশে ও অর্থনৈতিক সহযোগিতার যে আলোচনা চলছে তাতে যুক্তরাষ্ট্র সর্বাত্মক সর্মথন ও সহযোগিতা করবে। যুক্তরাষ্ট্র এ অঞ্চল ও দক্ষিণ এশিয়ার বাইরে অর্থনৈতিক, ট্রানজিট, মানুষের সঙ্গে মানুষের (পিপল টু পিপল) সংযোগ বৃদ্ধিতে সহযোগিতা করে যাবে। কার্যকর সাফটা হতে পারে সার্কের উল্লেখ করার মতো সফলতা বলেও তিনি উল্লেখ করেন।
এবারের সার্ক সম্মেলনে পর্যবেক্ষক দেশ হিসাবে অংশগ্রহণ করেছে নয়টি দেশ। দেশগুলো হলে মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, ইউরোপিয় ইউনিয়ন, জাপান, ইরান, মিয়ানমার, মরিশাস এবং দক্ষিণ কোরিয়া।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান