সিলেট : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমাদের বৈধতা দেয়ার বিএনপি কে? তারা যদি ১০ম জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতো এবং সংসদে গিয়ে আমাদের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনে অবৈধ বলতেন তাহলে ঠিক ছিল। বিএনপি একটি রাজনৈতিক দল। একটি দল সরকারকে বৈধতা দিতে পারে না, আবার অবৈধও বলতে পারে না। সরকারকে বৈধতা দেবে জনগণ।
বৃহস্পতিবার সকাল ১০টায় সিলেট নগরীর কাজিরবাজার সেতু পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।
তিনি বলেন, বিএনপি যদি পরিবর্তন চায় তাহলে তাদেরকে আগামী সংসদ নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে।
মন্ত্রী আরো বলেন, গত ১০ নভেম্বর থেকে সারাদেশে ফিটনেস বিহীন গাড়ি ও লাইন্সেস বিহীন চালকদের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। তাই এই অভিযানের অংশ হিসেবে আমি সিলেট সফরে এসেছি। বুধবার আমি সরেজমিনে ফিটনেস বিহীন গাড়ি ও লাইন্সেস বিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান চালিয়েছি।
সেতু পরিদর্শনের সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সাবেক সাংসদ সৈয়দা জেবুন্নেসা হক প্রমুখ।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান