ঢাবি : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, আমি নারীর অধিকার, মর্যাদা এবং শিক্ষার অধিকার নিয়ে কথা বলি আর তেঁতুল তত্ত্ব, যুদ্ধপরাধী, ফতোয়াবাজ ও ধর্মান্ধদের বিরুদ্ধে কথা বলি। তাই লোকে আমাকে পাগল বলে।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট অডিটোরিয়ামে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত ‘পারিবারিক সহিংসতা : ব্যক্তিগত নয় পারিবারিক’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আজকে সমাজে নারীরা বিভিন্নভাবে বখাটেদের দ্বারা মানসিক, যৌন এবং দৈহিকভাবে নির্যাতনের শিকার হচ্ছে। তাই সমাজে নারীকে টিকে থাকতে হলে সামাজিক আন্দোলন গড়ে তুলে তার মোকাবিলা করতে হবে।
ইনু বলেন, আজকের সমাজে নারীরা সবচেয়ে বেশি অবহেলিত। আমাদের দেশে যে মহাযুদ্ধ হয়েছে সেখানে নারীরা আক্রান্ত হয়েছে, নির্যাতিত হয়েছে। বউ কন্যা সবার উপর আক্রমণ হয়েছে। তাই মানুষকে মনে রাখতে হবে মহাযুদ্ধে নারীরা প্রাণ, ইজ্জত এবং অধিকার আদায়ের জন্য যুদ্ধ করেছেন। আর পুরুষরা প্রাণ ও অধিকারের জন্য যুদ্ধ করেছে। সুতরাং যুদ্ধে পুরুষের চেয়ে নারীদের অবদান বেশি ছিলো।
তিনি আরো বলেন, বাংলাদেশের সংবিধানে নারী পুরুষের সমান অধিকারের কথা বলা হলেও সেখানে নারীকে খাটো করে দেখা হচ্ছে। আমরা বোনকে শ্রদ্ধা করছি আর সম্পত্তিতে সমান অধিকার দিচ্ছি না। কিন্তু নারী পুরুষ সবাই ছোট থাকতে কান্না করে। এমন না যে পুরুষরা ভয় পায় না তা নয়।
সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন্স এ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. তানিয়া হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএন উইমেন এর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ মিস ক্রিস্টিনা হান্টার। প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম।
আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় টেলিভিশন এ্যান্ড ফিল্ম স্ট্যাডিজ এর চেয়ারম্যান প্রফেসর শফিউল ইসলাম ভূঁইয়া এবং উইমেন্স এ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের প্রফেসর আয়েশা বানু।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান