সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) পরীক্ষায় অংশগ্রহণকারী ৬৫ জন ভুয়া শিক্ষার্থীকে বহিষ্কার ও ৪ শিক্ষককে আটক করেছে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)। এ সময় ওই চার শিক্ষককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বড়হর স্কুল এন্ড কলেজ পরীক্ষা কেন্দ্র থেকে ওই ভুয়া পরিক্ষার্থী বহিষ্কার ও শিক্ষকদের আটক করা হয়।
আটককৃত শিক্ষকরা হলেন- মার্জিনা ইয়াসমিন, সুলতানা রাজিয়া, নাসরিন আক্তার ও মুক্তা খাতুন।
উপজেলা প্রশাসন ও স্থানীয়সূত্রে জানা যায়, চলমান প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) পরীক্ষায় বৃহস্পতিবার কেন্দ্র পরিদর্শনে যান উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শামিম আলম। এ সময় উপজেলার বড়হর স্কুল এন্ড কলেজ পরীক্ষা কেন্দ্রে পরিক্ষার্থীদের কাগজ-পত্র যাচাই-বাছাই করার সময় ৬৫ ভুয়া শিক্ষার্থীকে সনাক্ত করা হয়। একই সাথে ভুয়া শিক্ষার্থীদের সহযোগী ৪ শিক্ষককেও সনাক্ত করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে ওই চার শিক্ষককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। এই সময় ৬৫ ভুয়া পিএসসি পরিক্ষার্থী বহিষ্কার করেন।
উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শামিম আলম এ তথ্য নিশ্চিত করে জানান, ওই চার শিক্ষককে প্রাথমিকভাবে জরিমানা করা হয়েছে। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান