ঢাকা : দুর্নীতি দমন কমিশনের (দুদক) নামে একটি সংঘবদ্ধ প্রতারকচক্র প্রতারণায় সক্রিয় হয়ে উঠেছে।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।
দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুদকের কর্মকর্তা পরিচয় দিয়ে মোবাইল বা টেলিফোনের মাধ্যমে কাল্পনিক অভিযোগ অথবা কমিশনের বিবেচনাধীন অব্যাহতি প্রদানের আশ্বাস ও নানা প্রকার ভয়ভীতি প্রদর্শন করে সরকারি চাকরিজীবী, ব্যবসায়ী ব্যক্তিবর্গের কাছ থেকে আর্থিক সুবিধা দাবি করে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, এধরনের অনৈতিক আর্থিক সুবিধা চাওয়ার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিকে গ্রেফতারসহ সব রকম আইনানুগ ব্যবস্থা গ্রহণে নিকস্থ থানাধীন বা র্যাব কার্যালয়ে যোগাযোগ করার জন্য জানানো হয়েছে।